ISL: ডার্বি ম্যাচের আগে খোশ মেজাজে টিম ইস্টবেঙ্গল

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম লেগের ডার্বি ম্যাচ হতে চলেছে ২৯ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। হাইপ্রেসার গেমের আগে ইস্টবেঙ্গল এফসি এবং ATK মোহনবাগান দুই…

Team East Bengal

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম লেগের ডার্বি ম্যাচ হতে চলেছে ২৯ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। হাইপ্রেসার গেমের আগে ইস্টবেঙ্গল এফসি এবং ATK মোহনবাগান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল নিজেদের অস্ত্রে শান দিয়ে চলেছে।

তুল্যমূল্য বিচারে দুই আর্চরাইভাল বড়ো ম্যাচের আগে জয় পেয়েছে। ইতিমধ্যে এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে দু’দলের সমর্থকদের মধ্যেও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এমন আবহে,রবিবার ইস্টবেঙ্গল এফসি ফুটবলার জর্ডন ও’ডোহার্টির এই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়াতে।

সংক্ষিপ্ত সময়ের ওই ভিডিওতে দেখা যাচ্ছে লাল হলুদ শিবিরের ড্রেসিংরুমে এফসি ফুটবলার জর্ডন ও’ডোহার্টি পাঞ্জাবি একটি ভাঙড়া সঙ্গীতের তালে তাল মিলিয়ে নেচে চলেছে। ভাইরাল ওই ভিডিও থেকে এটা পরিষ্কার যে, হাইপ্রেসার গেম ডার্বি ম্যাচের আগে চাপমুক্ত ইস্টবেঙ্গল এফসি’র ফুটবলারেরা।
প্রসঙ্গত,চলতি ISL টাইটেলশিপে টানা দুম্যাচ হেরে খাঁদের কিনারায় থাকা একটা দল জ্বলে উঠতে দেখা গিয়েছে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে। নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ১-৩ গোলে উড়িয়ে দিয়ে ২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। জয়ের এই স্বস্তিতে আবেগে ভেসে গিয়ে কার্যত তিতিবিরক্ত ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টাটাইন খেলা শেষে সাংবাদিক বৈঠকে সমালোচকদের একহাত নিতে দেখা গিয়েছে।

নর্থইস্টের বিরুদ্ধে জয়ের পর লাল হলুদ হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের কথাতে,”আমরা এখনও আমাদের পা (হারানো জমি)খুঁজে পাচ্ছি, আমরা এখনও সঠিক ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা করছি।”

বিগত দুই ম্যাচে(কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া) হারের পর কনস্টাটাইনের ফুটবল দর্শন নিয়ে অনেক কাটাছেড়া করা হয়েছে। এই নিয়ে লাল হলুদ কোচের স্পষ্ট অবস্থান,”আমরা কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে প্রথম খেলায় পিরিয়ডের জন্য ভাল খেলেছি, তারপরে এফসি গোয়ার বিপক্ষে আমরা সত্যিই ভাল খেলেছি।”

প্রথম থেকেই স্টিফেন কনস্টাটাইন লাল হলুদ ভক্তদের উদ্দ্যেশে বলে আসছেন মাত্র ৪ সপ্তাহ সময় পেয়েছি,তাই সমর্থকদের ধৈহ্য রাখতে হবে। সমর্থকদের ধৈহ্য,ভরসার বাঁধ যখন একটু একটু করে আলগা হচ্ছে তখনই হাইল্যান্ডারদের বিরুদ্ধে জয়,নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন জুগিয়েছে ইস্টবেঙ্গল এফসি দলে।