Ukraine War: ফের রক্তাক্ত রবিবার? রুশ হুমকি জলদি আত্মসমর্পণ করো না হলে…

রক্তাক্ত রবিবার অনেকবার হয়েছে বিশ্বে। সেই তালিকায় জুড়তে পারে ১৭ এপ্রিল তারিখ। কারণ,  রাশিয়ার হুমকি আজই আত্মসমর্পণ করো নয়ত ভয়াবহ হামলা হবে মারিউপোল শহরে। এর…

রক্তাক্ত রবিবার অনেকবার হয়েছে বিশ্বে। সেই তালিকায় জুড়তে পারে ১৭ এপ্রিল তারিখ। কারণ,  রাশিয়ার হুমকি আজই আত্মসমর্পণ করো নয়ত ভয়াবহ হামলা হবে মারিউপোল শহরে। এর পরে ইউক্রেনের মারিউপোল কে ঘিরে আরও মৃত্যুর সম্ভাবনা (Ukraine War) তৈরি হয়েছে।

বিবিসির খবর, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের নগরী মারিউপোল দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। আরও দাবি রুশ সেনা ইউক্রেনের অন্যতম প্রধান এই বন্দরনগরীর পুরো এলাকা দখলে নিয়েছে। এবং যে কয়েক জন ইউক্রেনীয় সেনা বেঁচে আছে জীবন বাঁচাতে আত্মসমর্পণ করতে বলছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ বলেছেন, মারিউপোলের পুরো শহুরে এলাকাটি সম্পূর্ণরূপে দখলে নেওয়া হয়েছে ইউক্রেনীয় সেনার একটি অংশ  আজভস্টাল ইস্পাত কারখানায় সম্পূর্ণরূপে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

আগে ১৩ এপ্রিল রাশিয়া দাবি করেছিল ইউক্রেনের মারিউপোল শহরে দেশটির সহস্রাধিক সেনা তাদের কাছে আত্মসমর্পণ করেছে।  রুশ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছিলেন, ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরে দেশটির একহাজার ২৬ জন সেনা আত্মসমর্পণ করেছে। এসব ইউক্রেনীয় সেনারা দেশটির ৩৬তম মেরিন ব্রিগ্রেডের অন্তর্ভুক্ত। তারা মারিউপোল শহরের একটি স্টিল কারখানায় আত্মসমর্পণ করে।