TMC সেন্সর করতেই পার্থ নিয়ে মন্তব্যে ‘বোরোলিন’ মাখলেন কুণাল

আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ মিলেছে। এর পরেই মুখ খুলে দলকে বিপদে ফেলেছেন কুণাল ঘোষ। আগামী ১৪ দিন পার্থ চট্টোপাধ্যায়ের জেল…

আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ মিলেছে। এর পরেই মুখ খুলে দলকে বিপদে ফেলেছেন কুণাল ঘোষ। আগামী ১৪ দিন পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজত নিয়ে কিছু বলতে পারবেন না কুণাল৷ এই নির্দেশের মধ্যেই বোরোলিনের ব্যাখা দিলেন কুণাল৷ তিনি বলেন, আমি বোরোলিন নিয়ে চলি যাতে জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে।

কুণাল ঘোষ বলেছেন আমি কঠিন দিনের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু আমার সেনাপতি নন, তাঁকে আমি ভালবাসি। দল করতে গেলে বহু সময় দলের বক্তব্য মানতে হয়। একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদকের মন্তব্য, পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে তিনি আর মুখ খুলবেন না৷ যখন যেখানে দল যা বলবে তিনি তা পালন করবেন।

কুণালের সাফ বক্তব্য, আমি তৃণমূল মন থেকে করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধু নেতা ভাবি না। মন থেকে ভালোবাসি। আমি তৃণমূলের সৈনিক ছিলাম, আছি, থাকব। আমি বরোলিনে বিশ্বাস করি। জীবনের ওঠা পড়ায় কিছু যায় আসে না৷

এর আগে যেদিন আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজত শুরু হয়েছিল, সেদিন ক্ষোভ উগরে দেন কুণাল ঘোষ। তিনি বলেন, পার্থবাবু আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছেন। আমাকে পাগল বলেছিলেন। আমার যন্ত্রণাবিদ্ধ অভিজ্ঞতা থেকে বলছি, যেন ওনাকে কোনও বাড়তি সুবিধা না দেওয়া হয়। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়৷ অস্বস্তি বাড়ে তৃণমূলের। তাই তাঁকে সাবধান করতে সেন্সর করল তৃণমূল।