Mohammedan SC: নামধারী এফসিকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল মহামেডান

চলতি মরশুমের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কলকাতা লীগ জয় করার পর এবার এই ফুটবল টুর্নামেন্টে সফল হওয়াই অন্যতম লক্ষ্য…

Mohammedan SC

চলতি মরশুমের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কলকাতা লীগ জয় করার পর এবার এই ফুটবল টুর্নামেন্টে সফল হওয়াই অন্যতম লক্ষ্য তাদের। প্রথম ম্যাচে আইজল এফসিকে পরাজিত করে নিজেদের যে জয়যাত্রা শুরু করেছিল ময়দানের এই প্রধান, তা বজায় রয়েছে এখনো।

আরও পড়ুন: Youth League: ইয়ুথ লিগে এবার নয়া চ্যালেঞ্জের মুখে বাগান কোচ, বুধেই প্রথম খেলা 

মাঝে শিলং লাজং এফসির বিপক্ষে ম্যাচ ড্র করতে হলেও পরবর্তীকালে রাজস্থান ইউনাইটেড থেকে শুরু করে ইন্টারকাশি হোক কিংবা শ্রীনিধি ডেকান সকলের বিপক্ষেই জয় রয়েছে তাদের। এক কথায় বলতে হলে এবারের আইলিগ ফুটবল টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে সাদা-কালো ব্রিগেডের। সেই ধারা বজায় থাকল আজ। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ আইলিগে নামধারী এফসির মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব।

আরও পড়ুন: Asian Cup: এশিয়ান কাপের জন্য কারা সুযোগ পেলেন ভারতীয় দলের স্কোয়াডে? জানুন 

সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল চেরনিশভের ছেলেরা। তবে ম্যাচের শুরুটা মোটেই ভালো ছিলনা ব্ল্যাক প্যান্থার্সদের। আসলে অন্যান্য ম্যাচের তুলনায় আজ কিছুটা স্লো ফুটবল খেলে শুরু করেছিল মহামেডান দল। যার দরুণ একের পর এক সুযোগ তৈরি করার চেষ্টা করছিল প্রতিপক্ষ ফুটবল দল। তবে তা সঠিক ভাবে কাজে লাগানো সম্ভব হয়নি তাদের পক্ষে।

আরও পড়ুন: IPL: গুজরাটের কাছে সবথেকে বেশি টাকা, কলকাতা-মুম্বই অনেক পরে 

যার দরুণ প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ছিল গোলশূন্য। তবে এই ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকেই জ্বলে উঠতে থাকে অ্যালেক্সিসরা। যার দরুণ সময় এগোনোর সাথে সাথে প্রতিপক্ষ দলের রক্ষনভাগে চাপ বাড়াতে থাকে ময়দানের এই প্রধান। তবে গোলের মুখ খুলতে যথেষ্ট সময় লেগে গিয়েছিল তাদের। এক্ষেত্রে আক্রমণ আরও জোরদার করতে আঙ্গুসানাকে তুলে ডেভিড লালাসাঙ্গাকে মাঠে নামান দলের কোচ।

আরও পড়ুন: Mohun Bagan: মাজিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক মিরান্ডা 

শেষ পর্যন্ত ম্যাচের ঠিক ৮১ মিনিটের মাথায় আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজের দূরন্ত থ্রু থেকে গোল করে মহামেডানকে এগিয়ে দেন ব্যারেটো। শেষ পর্যন্ত তার করা ওই একটি মাত্র গোলেই জয় নামধারী এফসির বিপক্ষে জয় ছিনিয়ে নেয় সাদা-কালো শিবির।