২০২৪ প্যারিস অলিম্পিকে দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat Weight)। টানা তিনটে ম্যাচ জিতে তিনি ফাইনালের টিকিট কনফার্ম করেছিলেন। এবারের এই টুর্নামেন্টে প্রথম রুপোর পদক নিশ্চিত করেছিলেন তিনি। মনে করা হচ্ছিল যে এই অলিম্পিক টুর্নামেন্ট থেকে সোনার পদক নিয়েই দেশে ফিরবেন তিনি। ভিনেশ ফোগাটের পাশাপাশি গোটা দেশের ১৪০ কোটি জনগণের স্বপ্নও যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তা বলা যেতেই পারে।
Vinesh, you are a champion among champions! You are India’s pride and an inspiration for each and every Indian.
Today’s setback hurts. I wish words could express the sense of despair that I am experiencing.
At the same time, I know that you epitomise resilience. It has always…
— Narendra Modi (@narendramodi) August 7, 2024
প্রসঙ্গত, ২০২৪ প্যারিস অলিম্পিকে ৫০ কেজি কুস্তির বিভাগে অংশগ্রহণ করেছিলেন ভিনেশ ফোগাট। মঙ্গলবার তিনটে ম্যাচে জয়লাভ করে তিনি ফাইনালের আসন পাকা করে ফেলেছিলেন। ইতিমধ্যে ভিনেশ টোকিও অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট সুসাকিকে পরাস্ত করেন যিনি ইতিপূর্বে আন্তর্জাতিক টুর্নামেন্টে একটাও ম্যাচ হারেননি।
নাছোড় মোদী, ফোগাটের বহিষ্কার নিয়ে প্রশ্ন তুলে কী পদক্ষেপ প্রধানমন্ত্রীর?
কিন্তু, বুধবার বেলা ১২টা নাগাদ চলতি অলিম্পিক টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এর অর্থ হল, তিনি ফাইনাল ম্যাচে আর অংশগ্রহণ করতে পারবেন না। নির্ধারিত ওজনের থেকে ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি হয়েছে। আর সেকারণেই তাঁকে এই টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে।
Vinesh Phogat Elimination : স্বপ্নভঙ্গ ভিনেশের, এই বিশেষ কারণে ছিটকে গেলেন ফোগাট
কুস্তিতে ওজন সংক্রান্ত নিয়মটা জানেন?
কোনও কুস্তিগীরকে প্রতিযোগিতায় নামার আগে ওজন সংক্রান্ত বিশেষ নিয়ম পালন করতে হয়। যে কুস্তিগীর অংশগ্রহণ করবেন, তাঁর ওজন ম্যাচের দিন গ্রহণ করা হয়। প্রতিটা ওজন বিভাগে ম্যাচের মধ্যে অন্তত ২ দিনের সময় দেওয়া হয়। এই পরিস্থিতিতে যে কুস্তিগীর ফাইনাল কিংবা ব়্যাপচেজে অংশগ্রহণ করেন, তাঁদের ২ দিনই ওজন করাতে হয়। প্রথমবার ওজন করানোর পর কুস্তিগীরের কাছে ৩০ মিনিট সময় থাকে। ইতিমধ্যে তিনি যতবার ইচ্ছে ওজন করাতে পারেন।
অলিম্পিক্স ফাইনালে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট, দঙ্গল-কন্যা গড়লেন বিরাট নজির
ইতিমধ্যে এটাও দেখা হয় যে ওই কুস্তিগীরের কোনও সংক্রামক ব্যাধি রয়েছে কি না। পাশাপাশি হাতের নখও একেবারে ছোট ছোট করে কাটতে হয়। যে কুস্তিগীররা টানা দ্বিতীয় দিন খেলতে নামেন, তাঁদের আবার ওজন করার জন্য ১৫ মিনিট সময় দেওয়া হয়। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের নিয়ম অনুসারে, যদি ওই কুস্তিগীরের ওজন নির্ধারিত ওজনের থেকে বেশি হয়, তাহলে তাঁকে বাদ দেওয়া হয়।