নাছোড় মোদী, ফোগাটের বহিষ্কার নিয়ে প্রশ্ন তুলে কী পদক্ষেপ প্রধানমন্ত্রীর?

বহিষ্কৃত ভিনেশ ফোগাট। নির্দিষ্টসীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় প্যারিস অলিম্পিক্সের মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে দঙ্গল-কন্যাকে। মন ভেঙেছে ভারতীয়দের।…

Modi On Vinesh Fogat, নাছোড় মোদী, ফোগাটের বহিষ্কার নিয়ে কী পদক্ষেপ প্রধানমন্ত্রীর?

বহিষ্কৃত ভিনেশ ফোগাট। নির্দিষ্টসীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় প্যারিস অলিম্পিক্সের মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে দঙ্গল-কন্যাকে। মন ভেঙেছে ভারতীয়দের। ক্ষোভে ফুঁসছে দেশবাসী। অনেকেই ভিনেশের পরিণতি দেখে ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন। উত্তাল হয় লোকসভা। খোদ প্রধানমন্ত্রী মোদী হতাশ ফোগাটের মনোবল বৃদ্ধির চেষ্টা করেছেন। তবে, এখানেই থামেননি প্রধানমন্ত্রী।

ভিনেশের বিষয়টি নিয়ে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। হরিয়ানার কন্যাকে যাতে বহিষ্কার করার সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া যায়, সেজন্য কী কী করা যায়, সেইসব যাবতীয় দিক খতিয়ে দেখতে বলেন। সেই সঙ্গেই ভিনেশ ফোগাটকে বাতিল করে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ দায়ের করারও প্রস্তাব দিয়েছেন।

   

অর্থাৎ মোদীর স্পষ্ট বার্তা- ভিনেশ ফোগাটের বিষয়ে অল-আউট ঝাঁপাতে হবে।

Vinesh Phogat Elimination : স্বপ্নভঙ্গ ভিনেশের, এই বিশেষ কারণে ছিটকে গেলেন ফোগাট

বুধবার প্রধানমন্ত্রী মোদী ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার সঙ্গে কথা বলে জানতে চান, ঠিক কী ঘটনা ঘটেছে, কী কারণে ভিনেশকে কুস্তীর ফাইনাল থেকে বাতিল করে দেওয়া হয়েছে? যাবতীয় তথ্য প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন বলে সূত্রের খবর। যে কোনও মূল্যে ভিনেশকে সাহায্য করার জন্য যাবতীয় দিক খতিয়ে দেখার নির্দেশ দেন।

বিনেশ ফোগাটকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার, কী বললেন তিনি?

এর আগে ভিনেশকে সান্ত্বনা দিয়ে মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভিনেশ, তুমি চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন। তুমি ভারতের গর্ব। তুমি প্রত্যেক ভারতীয়ের অনুপ্রেরণা। আজ যে ধাক্কাটা লাগল, সেটা অত্যন্ত কষ্টকর। আমি যে কতটা হতাশ, সেটা যদি ভাষায় প্রকাশ করতে পারতাম।’

ভিনেশ ফোগাট, একজন কুস্তিগীর এবং অলিম্পিক্সে সোনার পদক জয়ের দোরগোরায় ছিলেন। ৫০ কেজি বিভাগে শক্তিশালী প্রতিযোগী হিসাবে বিবেচিত হয়েছিলেন তিনি। তবে সোনার লড়াইয়ে নামার আগেই বিপত্তি ঘটে। নির্দিষ্টসীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় প্যারিস অলিম্পিক্সের মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে দঙ্গল-কন্যাকে। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর তাৎক্ষণিক হস্তক্ষেপ পুরোটা ঘটনার বিপরীতে আশা জাগিয়েছে।