Interview with Mridul Bandyopadhyay: এবার ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা ঘুরতেই পারে

এবার ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে, প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টানটাইন। তাই এবার ভাগ্যের চাকা ঘুরবে বলে মনে করছে অনেকেই। অনেকের সঙ্গে সহমত পোষণ করেছেন প্রাক্তন কোচ…

former coach Mridul Bandyopadhyay

এবার ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে, প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টানটাইন। তাই এবার ভাগ্যের চাকা ঘুরবে বলে মনে করছে অনেকেই। অনেকের সঙ্গে সহমত পোষণ করেছেন প্রাক্তন কোচ মৃদুল বন্দোপাধ্যায় (Mridul Bandyopadhyay)।  তিনি মনে করছেন, এবার ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা ঘুরতেই পারে।

এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘গত দুবছর ইস্টবেঙ্গল দল করার কোন সময় পাইনি। তাই দল ভালো গঠন হয়নি । এবার অবশ্য অনেক সময় পেয়েছে তাই এবার দল ভালো হচ্ছে । গতবার ২৪ আগস্ট থেকে ৩১ শে আগস্টের মধ্যে দল তৈরি করতে হয়েছিল। যেটা একরকম অসম্ভব ছিল। সেই জন্যই দল ভালো হয়নি।এবার হতে সময় আছে। তাই অন্য কিছু হতেই পারে। আমার মতে এবার ভাগ্যের চাকা ঘুরতেই পারে। আমি আশাবাদী এবার ইস্টবেঙ্গলের ভালো ফুটবল খেলার ব্যাপারে।’

ইতিমধ্যেই পাঁচ বিদেশির নাম ঘোষণা করে দিয়েছে ইস্টবেঙ্গল। অনেকের মতো মৃদুলও মনে করছেন বিদেশিদের উপরে নির্ভর করছে যাবতীয় সাফল্য। তিনি বলেন, ‘যতক্ষণ না দল মাঠে নামছে বলা যাচ্ছে না কিছুই। বিদেশিদের মধ্যে যারা ভালো খেলবে তাদের উপরই নির্ভর করছে দলের ভাগ্য।তবে আমি আশাবাদী এবার দল ভালো খেলবে।গতবা্রের মতো ওই পারফরম্যান্স হবে না বলেই মনে করছি।’

ভালো রেজাল্ট হতেই পারে সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দলে ভালো পারফরম্যান্স দেখার জন্য হয়তো এবার থেকেই ভালো পারফরম্যান্স দেখতে পাবেন লাল হলুদ সমর্থকরা