আগামী সেপ্টেম্বর মাসে শুরু হতে চলেছে ২০২২-২৩ ক্রিকেট মরসুমে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে অন্যতম ‘প্রেস্টিজিয়ার্স’ টুর্নামেন্ট দলীপ ট্রফি (Duleep Trophy) টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বাংলা থেকে ৭ জন ক্রিকেটার পূর্বাঞ্চলের হয়ে প্রতিনিধিত্ব করবে।
বৃহস্পতিবার দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চলের দল নির্বাচন করা হয়েছে। এই দল নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিলেন বাংলা দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান শুভময় দাস। বাংলা থেকে ৭ জন খেলোয়াড় (মনোজ তিওয়ারি (অধিনায়ক), সুদীপ ঘরামী, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, ঈশান পোড়েল এবং আকাশদ্বীপ) রয়েছে প্রথম ১৫ জনের মধ্যে । অভিমন্যু ঈশ্বরণ এবং মুকেশ কুমার যেহেতু ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেয়েছে সেই কারণে তারা নেই।
বাংলা দলের অভিষেক পোড়েল এবং সুদীপ ঘরামীর সামনে খুব বড়ো সুযোগ আরও একবার নিজেদের প্রমাণ করার । বাংলা নির্বাচন কমিটির চেয়ারম্যান শুভময় দাস দল নির্বাচনী বৈঠকে রীতিমত লড়াই করে ৭ জন খেলোয়াড়কে প্রথম ১৫ জনে সুযোগ করে দিয়েছে।
প্রসঙ্গত, দলীপ ট্রফির সঙ্গে চলতি মরসুমে ইরানি কাপেও বল গড়াবে। করোনা কালের জন্য এই দুই টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল। দলীপ ট্রফিতে ১৫০০ ম্যাচ খেলা হবে। ৮ সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফি শুরু হবে।২০১৯-২০ সেশনে শেষবার দলীপ ট্রফি আয়োজিত হয়।ইরানি কাপ ২০১৮-১৯ মরসুমে শেষবার হয়েছিল। এই টুর্নামেন্টে ছটি অঞ্চলের দল(উত্তর, দক্ষিণ, মধ্য, পশ্চিম, পূর্ব এবং উত্তরপূর্ব) একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এরপর সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফি আয়োজিত হবে। এই দুই টুর্নামেন্টে ৩৮ টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে, যারা আট দলের তিনটে গ্রুপে ভাগ হবে এবং দুটি দল ৭ টি দল নিয়ে গঠিত হবে।
রঞ্জি ট্রফিতে দুটো গ্রুপ থাকবে, এলিট এবং প্লেট গ্রুপ। মোট ৩২ দল থাকবে এবং হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে আটটির চারটে গ্রুপ থাকবে। লিগ পর্বে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই জন সরাসরি কোয়ার্টারে খেলার যোগ্যতা অর্জন করবে।