মহামেডানের টুইট পোস্ট ঘিরে চাঞ্চল্য

ডুরান্ড কাপ টুর্নামেন্টের দিকে চোখ রাখলে মহামেডান স্পোটিং ক্লাবের পারফরম্যান্স (Mohammedan SC) তাক লাগিয়ে দেওয়ার মতো,অন্তত নক আউট স্টেজ স্তরে। কিন্তু সেমিফাইনালে এসে সাদা কালো…

Mohammedan SC Footboller kolkata24x7

ডুরান্ড কাপ টুর্নামেন্টের দিকে চোখ রাখলে মহামেডান স্পোটিং ক্লাবের পারফরম্যান্স (Mohammedan SC) তাক লাগিয়ে দেওয়ার মতো,অন্তত নক আউট স্টেজ স্তরে। কিন্তু সেমিফাইনালে এসে সাদা কালো ব্রিগেড খেই হারিয়ে ফেলে। টুর্নামেন্টের শেষ চারে এসে মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হেরে ১৩১ তম ডুরান্ড কাপ থেকে ছিটকে যাওয়া কিছুটা অপ্রত্যাশিত হলেও মোটেও অস্বাভাবিক নয়। কেননা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ডুরান্ড কাপের গ্রুপ পর্বে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের আগে বলেই ছিলেন, বিএফসি দলে বিদেশী ফুটবলার রয়েছে,যা চ্যালেঞ্জ মহামেডানের কাছে।

সুনীল ছেত্রী, রয় কৃষ্ণদের বিরুদ্ধে ১০ জনের মহামেডান ড্র করেছিল ১-১ গোলে।শেষ মুহুর্তে গোল হজম করতে হয়েছিল ব্ল্যাক প্যাহ্নর্সদের। দীপেন্দু বিশ্বাসের ভবিষ্যৎবাণী বিএফসির বিরুদ্ধে ম্যাচে না মিললেও আইএসএলের অপর দল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মিলে যায়। ০-১ গোলে হারতে হয় আন্দ্রে চেরনশিভের ছেলেদের। কিন্তু সাদা কালো শিবির দমে যাওয়ার টিম নয়।

   

Mohammedan SC

২০২২-২৩ ফুটবল সেশনের আইলিগ চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৩-২৪ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলার ছাড়পত্র পাবে। তাই মহামেডান স্পোটিং ক্লাব যদি আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে ISL ফুটবল সার্কিটে কলকাতার তিন নম্বর দল হিসেবে সাদা কালো শিবির অংশ নিতে পারে।তবে ISL টুর্নামেন্ট খেলতে গেলে শতাব্দী প্রাচীন মহামেডানকে আইলিগ চ্যাম্পিয়ন হতে হবে।বুধবার মহামেডান স্পোটিং ক্লাব টুইট পোস্ট করেছে,লক্ষ্য =
#জান জান মহামেডান

আইলিগ চ্যাম্পিয়ন হতে সাদা কালো ব্রিগেড আদাজল খেয়ে নেমেছে ইতিমধ্যে। নিজেদের অনুশীলন ক্লাব মাঠে শুরু করে দিয়েছে কয়েকদিন আগে থেকেই। বুধবার নিজেদের টুইট পোস্টে প্র‍্যাকট্রিসের কিছু মুহুর্ত সংক্ষিপ্ত আকারে পোস্টের মাধ্যমে বার্তা ছুড়ে দিয়েছে আন্দ্রে চেরনশিভ এন্ড হিজ কোম্পানি সেশনের টার্গেট লক করে নিয়েছে মহামেডান স্পোটিং ক্লাব