Mohammedan SC: এবার লক্ষ্য কলকাতা লিগ- দীপেন্দু

মোহনবাগান-ইস্টবেঙ্গল যখন ডুরান্ডের গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছে, তখন সেমিফাইনাল অবধি পৌঁছেছিল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। কলকাতার একমাত্র ক্লাব হিসেবে তারা ভালো ফুটবল মেলে ধরেছিল…

Exclusive Interview with Former Indian Footballer Dipendu Biswas

মোহনবাগান-ইস্টবেঙ্গল যখন ডুরান্ডের গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছে, তখন সেমিফাইনাল অবধি পৌঁছেছিল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। কলকাতার একমাত্র ক্লাব হিসেবে তারা ভালো ফুটবল মেলে ধরেছিল ডুরান্ডে। কিন্তু সেমিফাইনালে মুম্বাই এফসির বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।

তাই অক্ষেপ রয়েছে মহমেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের (Dipendu Biswas) মনে ।এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা খুব অল্পের জন্য ফাইনালে উঠতে পারিনি। শেষ মুহূর্তে গোল খেয়েছি। অনেক সুযোগ তৈরি করেছিলাম সেদিনের ম্যাচে। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারলাম না বলে খুবই খারাপ লাগছে। তবে ডুরান্ড এখন অতীত। আমাদের লক্ষ্য কলকাতা লিগ।’

শেষবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং, সেই অর্থে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল তারা। এবার কলকাতা লিগে মোহনবাগানের খেলা অনিশ্চিত হলেও ইস্টবেঙ্গলকে খেলতে দেখা যাবে। যদিও তাতে কোন সমস্যা নেই দীপেন্দুর। তিনি বলেন, ‘ আমাদের লক্ষ্য কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়া। আমরা গতকালের চ্যাম্পিয়ন। আমাদের কলকাতা লিগ ধরে রাখতে হবে। কলকাতা লিগের জন্য আমরা অনুশীলন শুরু করতে চলেছি। আমাদের দল তৈরি রয়েছে। ডুরান্ডে ভালো ফুটবল খেলেছি আমরা। জুনিয়র ও সিনিয়র মিলিয়ে এই দলটা ভালো ফুটবল খেলছে বলে সকলের ভরসা আছে।’

এইবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল মোহনবাগান খেললেও আমরা খেতাব ধরে রাখা ব্যাপারে আশাবাদী তিনি।বলেন, ‘কারা খেলছে সেটা দেখতে চাই না, আশা করি আমাদের দল ভালো খেলবে এবং কলকাতা লিগ জিততে পারব।’