Murshidabad: নবান্ন অভিযানে গাড়িতে আগুন, পুলিশের নজরে বিজেপি কাউন্সিলরের ছেলে

বিজেপির (BJP) নবান্ন অভিযানে কলকাতায় পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়। ঘটনার পর থেকে রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালিয়ে আগেও একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। এবার…

বিজেপির (BJP) নবান্ন অভিযানে কলকাতায় পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়। ঘটনার পর থেকে রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালিয়ে আগেও একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। এবার পুলিশের নজরে  মুর্শিদাবাদের (Murshidabad) বিজেপি কাউন্সিলরের ছেলে।

লালবাজার সূত্রে খবর, শুরু থেকেই গেঞ্জি পরা এক যুবকের খোঁজ করছি পুলিশ। যাকে পুলিশের গাড়িতে আগুন লাগাতে দেখা গেছে। অধরা ছিল ওই ব্যক্তি। সিসিটিভি ফুটেজ থেকে লালবাজারের আধিকারিকরা স্পষ্ট করেন ওই যুবক মুর্শিদাবাদের বেলডাঙার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সান্ত্বনা ঘোষের ছেলে শুভজিৎ ঘোষ।

   

শনিবার মুর্শিদাবাদে হানা দেয় কলকাতা পুলিশ। আধিকারিকরা। অভিযুক্তর পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হয়। বিজেপি কাউন্সিলর জানিয়েছেন, তাঁর ছেলের বিষয়ে খোঁজ নেন পুলিশ আধিকারিকরা। কিন্ত শুভজিৎ ঘোষ এখনও নিখোঁজ। ছেলে কলকাতায় গিয়েছিল কি না, সেটাও জানা নেই বলে দাবি বিজেপি কাউন্সিলরের। তাঁর দাবি ফাঁসানো হচ্ছে ছেলেকে। তিনি জানিয়েছেন, গোটা বাড়ি তল্লাশি চালায় পুলিশ।

লালবাজারের তরফে জানানো হয়েছে, ওই দিন দিলীপ ঘোষের নেতৃত্বে যে মিছিল বেরিয়েছিল সেই মিছিল থেকে পুলিশের গাড়িতে পেট্রোল এনে আগুন লাগানো হয়।