KBFC vs ATK MB: পোগবার খেলা নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে

রবিবার কেরালা ব্লাস্টার্সের (KBFC) ঘরের মাঠ কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলতে নামছে ATK মোহনবাগান (ATK MB)। মেরিনার্সরা যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে হেরেছে। তাই ইন্ডিয়ান…

Florentin Pogba

রবিবার কেরালা ব্লাস্টার্সের (KBFC) ঘরের মাঠ কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলতে নামছে ATK মোহনবাগান (ATK MB)। মেরিনার্সরা যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে হেরেছে। তাই ইন্ডিয়ান সুপার লিগে(ISL) রবিবার ম্যাচ সবুজ মেরুন শিবিরের কাছে ঘুরে দাঁড়ানোর মঞ্চ।

ISL’র ওপেনিং ম্যাচে ইস্টবেঙ্গল এফসিকে হারিয়ে আত্মবিশ্বাসী কেরালা ব্লাস্টার্স। ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজ বড় ফ্যাক্টর। ইস্টবেঙ্গল -মোহনবাগান দুই দলই হোম অ্যাডভান্টেজ থেকে তিন পয়েন্ট পকেটে পুরতে পারেনি।সেখানে কেরালা বাজিমাৎ করেছে হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে।

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ফ্লোরেন্তিন পোগবাকে দেখা যায়নি এই নিয়ে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর দাবি,”আমাদের যেমন ৬ জন বিদেশি খেলোয়াড় রয়েছে, কেরালা ব্লাস্টার্স দলেরও ছ’জন বিদেশি রয়েছে। আমরা বিদেশি বাছাই করি প্রতিপক্ষ কী রকম, ম্যাচের পরিকল্পনা ও পরিস্থিতি, তারা অনুশীলনে কেমন পারফরম্যান্স করছে, এ সব দেখে। আমার দলের বিদেশিদের নিয়ে আমি যথেষ্ট খুশি। প্রত্যেকেই মাঠে নামার জন্য সব সময় তৈরি থাকে। ওদের ওপর আস্থা রাখা যায়।”

ফেরান্দো আরও বলেন,” তবে যেহেতু চারজনের বেশি বিদেশিকে প্রথম এগারোয় রাখার নিয়ম নেই, তাই দুজনকে বাইরে রাখতেই হয়। পোগবা শুরুর দিকে কয়েকটা ম্যাচে নাও খেলতে পারে, পরের দিকে হয়তো সব ম্যাচে খেলতে পারে। সেটা নির্ভর করছে পরিকল্পনার ওপর। ছ’জন বিদেশির ওপরই যথেষ্ট আস্থা আছে আমার।”

ভারতীয় ফুটবলে যেকোনো টুর্নামেন্টে বিদেশি ফুটবলারের ম্যাচের ভাগ্য গড়ে দেয়। তাই তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে প্রথম এগারোতে পোগবার থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। কারণ, এখনও পর্যন্ত বিদেশি ফুটবলার ইস্যুতে হুয়ান ফেরান্দোর হাতে বিকল্প রয়েছে।