Cyclone: ঘূর্ণিঝড় সিত্রাং হামলার বিভ্রান্তি, কে কী বলছে?

বিভ্রান্তি চরমে। তিন দেশের তিন রকম আবহাওয়া বিবরণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভয়াল ছবিতে বঙ্গোপসাগর থেকে (Cyclone) ঘূর্নি হামলার (Sitrang) ছবি, সবমিলে সুপার সাইক্লোন ঘিরে হই…

বিভ্রান্তি চরমে। তিন দেশের তিন রকম আবহাওয়া বিবরণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভয়াল ছবিতে বঙ্গোপসাগর থেকে (Cyclone) ঘূর্নি হামলার (Sitrang) ছবি, সবমিলে সুপার সাইক্লোন ঘিরে হই হই চলছে। ‘সুপার সাইক্লোন’ সিত্রাং নিয়ে কে কী বলছে?

নয়াদিল্লির মৌসম ভবন জানাচ্ছে

আইএমডি (IMD) সাফ জানিয়েছে, সুপার সাইক্সেন সম্পূর্ণ গুজব। আমরা এমন কোনও পূর্বাভাসের । সতর্কতা দিচ্ছি না।এমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না বঙ্গোপসাগরে। প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা এই মুহূর্তে নেই।

কলকাতার আলিপুর হাওয়া অফিস বলছে

১৮ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এরপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সাগরে নিম্নচাপের ফলে ২০ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণাবর্তের গতিপথ ঠিক কী হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়।

ঢাকায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে

আগামী ৭২ ঘণ্টায় উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বাংলাদেশের তিন উপকূলীয় বিভাগ খুলনা, বরিশাল ও চট্টোগ্রামে ঝড়ের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

তবে কি সিত্রাং আসছে?

আন্দামান ও বঙ্গোপসাগরের উপর হাওয়ার গতিবেগ পর্যবেক্ষণ করছেন ভারত ও বাংলাদেশের আবহাওয়া বিশেষজ্ঞরা। তারা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ঝড় সংক্রান্ত পূর্বাভাস মডেলটি প্রথম সাইক্লোন ও সুপার সাইক্লোন ইঙ্গিত দেয়। ঘূর্ণিঝড় তৈরি হলে সেটি অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের দিকে ঘুরতে পারে।