ভারতীয় ক্রীড়াক্ষেত্রে বড় নজির গড়লেন ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তি ইভেন্টের ফাইনালে পৌঁছে গেলেন হরিয়ানার দঙ্গল কন্যা। বুধবার লড়াই করবেন সোনার লক্ষ্যে। সেমিফাইনালে কিউবার শীর্ষস্থানীয় তারকা ওকসানা লিভাচকে হারিয়ে ফাইনালে জায়গা করলেন তিনি। ভিনেশই ফোগাটই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির যিনি অলিম্পিক্সের ফাইনালে উঠলেন।
এর আগে বহু লড়াই জিতলেও অলিম্পিক্সে মেডেল নেই ভিনেশের। তবে, মঙ্গলবার জোরদার লড়াইয়ের ফলে ভিনেশের প্রথম অলিম্পিক পদক জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি চলতি অলিম্পিকে ভারতের চতুর্থ পদক জয়ও নিশ্চিত হয়ে গেল। হারলেও রুপো নিশ্চিত ভিনেশের।
Neeraj Chopra on Gold Medal : ‘সোনার পদক জিততে…’, ফাইনালে উঠে বড় মন্তব্য ভারতের ‘সোনার ছেলে’ নীরজের
এদিন শুরু থেকেই লিভাচ ছিলেন রণংদেহী মেজাজে। জিতছিলেন ১০-০ ব্যবধানে। প্রথমে বিধ্বংসী লিভাচের সামে রক্ষণাত্মক ছিলেন ভারতীয় দঙ্গল কন্যা। রেফারির ওয়ার্নিংয়ের পরই আক্রমণাত্মক খেলেন বিনেশ। ৩০ সেকেন্ডের মধ্যে পয়েন্ট তুলে নেন তিনি। ৩-০ এগিয়ে যান ভিনেশ। পিছিয়ে পড়ায় লোপেজকে পয়েন্ট পেতেই হত। সেই চেষ্টায় আরও ২ পয়েন্ট হারান তিনি। ৫-০ এগিয়ে যান ভিনেশ ফোগাট। লিপেজ ব্যবধান কমাতে পারেননি। ৫-০ পয়েন্টে জিতেই ফাইনালে ওঠেন এই ভারতীয় কন্যা।
নক আউটে যাওয়ার লক্ষ্য লাল-হলুদের, কী বললেন কুয়াদ্রাত?
সোনার লক্ষ্যে বুধবার আমেরিকার সারা অ্যান হিল্ডেব্রান্টের বিরুদ্ধে লড়বেন ভিনেশ।
ভিনেশ ফোগাট হলেন সেই তারকা, যিনি একটা সময় দেশের কুস্তিগিরদের সঙ্গে ব্রিজভূষণ কাণ্ডে আন্দোলন করেছিলেন। নির্যাতিতা বক্সারের পাশে থেকেছেন। দিনের পর দিন যন্তরমন্তরে ধর্না দিয়েছেন। পাশাপাশি, অলিম্পিক্সের জন্য প্রস্তুতিও চালিয়েছেন।