Intercontinental Cup: কোথায় দেখবেন ইন্টারকন্টিনেন্টাল কাপের সমস্ত ম্যাচ?

কাল থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হতে চলেছে হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup)। এখন এই ফুটবল টুর্নামেন্টের দিকেই যাবতীয় নজর আপামর ভারতীয়দের।কাল থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হতে চলেছে হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup)। এখন এই ফুটবল টুর্নামেন্টের দিকেই যাবতীয় নজর আপামর ভারতীয়দের।

Intercontinental Cu

কাল, শুক্রবার থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হতে চলেছে হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup)। এখন এই ফুটবল টুর্নামেন্টের দিকেই যাবতীয় নজর আপামর ভারতীয়দের। যেখানে প্রথম ম্যাচেই শক্তিশালী মাঙ্গোলিয়ার মুখোমুখি হবে গুরপ্রীতরা। এরপর রয়েছে আরও দুই প্রতিপক্ষ ভানুয়াতু ও লেবানন।

তাদের পরাজিত করে এই টুর্নামেন্ট জেতাই এখন একমাত্র লক্ষ্য ভারতীয় ফুটবল দলের। আসলে, আগামী বছরের একেবারে প্রথম দিকেই অনুষ্ঠিত হতে চলেছে এএফসি এশিয়ান কাপ। যেখানে এশিয়ার একাধিক শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে ভারতকে। তাই তার আগে ইন্টারকন্টিনেন্টাল ও সাফ কাপের মতো টুর্নামেন্টে সফল হয়ে নিজেদের তৈরি করতে চায় প্রীতম-মহেশরা।

   

এই নিয়ে আজ ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক থেকে ভারতীয় দলের কোচ বলেন, আসন্ন ম্যাচগুলো আমরা এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবেই নেব। তবে আমাদের প্রতিপক্ষরা ততটা শক্তিশালী নয়। এশিয়ান কাপের দলগুলোর মতো। তবে আমাদের প্রথম প্রতিপক্ষ মাঙ্গোলিয়া যথেষ্ট শক্তিশালী একটি দল। আমাদের দলের ফুটবলারদের প্রমাণ করার একটি বিশেষ মঞ্চ এই টুর্নামেন্ট। সেইমতো এই ফুটবল টুর্নামেন্টে দলের প্রত্যেক ফুটবলাররাই চাইবেন নিজেদের সেরাটা তুলে ধরতে।

তবে কোথায় দেখা যাবে এই ম্যাচ? পূর্ব নির্ধারিত সূচী অনুসারে আগামীকাল সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় ব্রিগেড। যেখানে প্রথম প্রতিপক্ষ হিসেবে মাঙ্গোলিয়ার মুখোমুখি হতে হবে তাদের। সেই ম্যাচ এবার সরাসরি দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস টু চ্যানেলে। এছাড়াও অনলাইনে দেখতে হলে ব্যবহার করতে হবে ডিজনি হটস্টার ও জিও টিভির মতো অ্যাপলিকেশন। তবে শুধু কালকের ম্যাচ নয়, গোটা টুর্নামেন্টের সমস্ত ম্যাচ দেখা যাবে এই সমস্ত মাধ্যমে।