ইমামি ইস্টবেঙ্গলের টুইট কীসের ইঙ্গিত দিচ্ছে? জানুন বিস্তারিত

হিমাংশু জাংরা, ইমামি ইস্টবেঙ্গল এফসি দলের সম্পদ। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে ভারতীয় অনুর্ধ্ব-২০ জাতীয় ক্যাম্পে রয়েছেন। AFC অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য চুড়ান্ত…

Emami East Bengal's tweet

হিমাংশু জাংরা, ইমামি ইস্টবেঙ্গল এফসি দলের সম্পদ। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে ভারতীয় অনুর্ধ্ব-২০ জাতীয় ক্যাম্পে রয়েছেন। AFC অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য চুড়ান্ত প্রস্তুতির মাঝেও হরিয়ানার এই জাঠ কিশোর নিজের প্রিয় ভারতীয় ক্লাব দল নিয়ে রোমাঞ্চিত সঙ্গে উৎসাহিত।

বুধবার,ইমামি ইস্টবেঙ্গল দলের টুইটার হ্যান্ডেলে দলের ফুটবলার হিমাংশু জাংরাকে নিয়ে একটি টুইট পোস্ট করা হয়েছে। ওই টুইট পোস্টটি হল,”আমাদের তরুণ হিমাংশু জাংরা, যিনি বর্তমানে ভারতীয় অনুর্ধ্ব-২০ জাতীয় ক্যাম্পে আসন্ন AFC U20 এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোচ স্টিফেনকে হ্যালো বলার জন্য বাদ পড়েছেন!

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

#JoyEastBengal #EmamiEastBengal #IndianFootball” স্বভাবতই মুহুর্তে এই পোস্ট ভাইরাল হয়েছে। আর ভাইরাল হওয়া এই টুইট পোস্ট ঘিরে লাল হলুদ সমর্থকদের উচ্ছ্বাস বাঁধনহারা।

সৌভিক ঘোষ রিটুইট করে হিমাংশু জাংরাকে নিয়ে লিখেছে,”আসুন এবং আরও শক্তি এবং তীব্রতার সাথে দ্রুত @jangra_32 এ যোগ দিন..” এরই সঙ্গে সৌভিক ঘোষের আর একটি রিটুইট,”ভাই আপনি কখন জাতীয় ক্যাম্প থেকে আমাদের দলে যোগ দিচ্ছেন???”আবার অমিত সরকার ইমামি ইস্টবেঙ্গলের বুধবার করা এই টুইটের প্রেক্ষিতে রিটুইট,”হিমাংশু ঝাংড়ার জন্য শুভকামনা…ভালো থাকুন…”

প্রসঙ্গত, উইং এবং আপফ্রন্ট দুই বিভাগেই সাবলীল ছন্দে খেলতে অভ্যস্ত হিমাংশু। নিজের ইয়ুথ ফুটবল কেরিয়ার হিমাংশু জাংরা শুরু করে মিনার্ভা পাঞ্জাব এফসির হয়ে,২০১৭-১৯ সাল এই সময়ে হিমাংশু মিনার্ভা পাঞ্জাব দলে থেকে নিজেকে তিল তিল করে গড়ে তোলে। দিল্লির সুদেবা এফসি থেকে লোনে ২০২২ সালে এই জাঠ ফুটবলার লাল হলুদ ব্রিগেডে এসেছে।