India vs England সিরিজ থেকে ছিটকে গেলেন তরুণ ক্রিকেটার

শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি। হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি…

Shoaib Bashir

শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি। হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই সিরিজ নিয়ে সমর্থকদের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যেও উৎসাহ ও আবেগ রয়েছে। প্রথম ম্যাচের জন্য দুই দলই পুরোপুরি প্রস্তুত হলেও সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে সমর্থকরা। গত ২-৩ দিন ধরে আলোচনায় থাকা খেলোয়াড়রা এখন হতাশ হয়ে দলের বাইরে।

ভারত ও পাকিস্তানের সম্পর্কের খেসারত দিতে হয়েছে ইংল্যান্ডের তরুণ এই খেলোয়াড়কে। গত কয়েকদিন ধরে ভারতের ভিসার অপেক্ষায় থাকা ইংল্যান্ডের এই তরুণ ক্রিকেটার প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন। শোয়েব বশির বেশ কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের ভিসার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু ভারত খেলোয়াড়কে ভিসা দেয়নি বলে অভিযোগ।

   

বলা হচ্ছে, ওই খেলোয়াড়ের ফাইল কমপ্লিট করা যাচ্ছে না, যার কারণে তাকে ভিসা দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে ভক্তরা জল্পনা করছেন, শোয়েব বশির পাকিস্তানের বাসিন্দা, যার কারণে ভারত এই খেলোয়াড়কে ভিসা দেয়নি। বেশ কিছুদিন অপেক্ষার পরও ভিসা না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি। এরপর সিরিজ থেকে সরিয়ে নেন নিজেকে।

শোয়েব বশিরের দল ছাড়ার পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস একটি বিবৃতি দিয়েছেন। এতে আপত্তি জানিয়েছেন স্টোকস। অধিনায়ক বলেন, ‘আমরা ভারতের কাছে প্রত্যাশা করছি, আমাদের খেলোয়াড়দের ভিসা পেতে কোনো সমস্যা হবে না। ভিসা না পাওয়ায় হতাশ শোয়েব বশির নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছেন। বশির ছাড়াও আমি নিজেও এতে হতাশ হয়েছি।’ অধিনায়ক আরও বলেন, ডিসেম্বর মাসে আমরা আমাদের স্কোয়াড ঘোষণা করেছিলাম, কিন্তু শোয়েব এখনো ভিসা পায়নি।

স্টোকশের মতে, শোয়েবই প্রথম খেলোয়াড় নন যিনি ভিসা না পাওয়ার সমস্যায় পড়েছেন। গত বছর একই সমস্যায় পড়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান উসমান খাজাও। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের আর এসব সমস্যার সম্মুখীন হতে না হয়, কিন্তু এই অভিজ্ঞতা শোয়েবের জন্য খুব খারাপ হবে। সে একজন তরুণ খেলোয়াড়, কিন্তু এরই মধ্যে এমন সমস্যার সম্মুখীন হচ্ছে।