Purba Bardhaman: বর্ধমানে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা

বর্ধমান (Purba Bardhaman) থেকে ফেরার পথে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাঁকুনিতে মমতার কপালে আঘাত লেগেছে বলে খবর। কোনও কারণে গাড়ির চালককে ব্রেক কষতে হয়।…

Mamata Banerjee

বর্ধমান (Purba Bardhaman) থেকে ফেরার পথে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাঁকুনিতে মমতার কপালে আঘাত লেগেছে বলে খবর। কোনও কারণে গাড়ির চালককে ব্রেক কষতে হয়। সেই ব্রেক কষার কারণে আঘাত পান মুখ্যমন্ত্রী ।

বারবার দুর্ঘটনার কবলে পড়ছেন মুখ্যমন্ত্রী। একুশের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রার্থী হয়ে প্রচারের সময় পায়ে আঘাত পেয়েছিলেন। এরপর আর একবার তিনি আঘাত পান জলপাইগুড়িতে। সেবার দুর্যোগের কারণে দ্রুত ফোরার সময় বৈকুণ্ঠপুর হয়ে কপ্টারে আসেন তিনি। কপ্টার ল্যান্ডিং করার সময় লাফ দিয়ে নেমে পায়ে চোট পান। মাঝে একবার তাঁর কাঁধে জরুরি অপারেশন হয়েছে। এবার বুধবার পূর্ব বর্ধমান জেলার সদর বর্ধমানে অনুষ্ঠান গোদা এলাকার মাঠ থেকে ফেরার পথে গাড়ির ঝাঁকুনিতে কপালে চোট পেলেন।

বুধবার সকালে হেলিকপ্টারে চেপে কলকাতা থেকে বর্ধমানে প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর আবহাওয়া খারাপ থাকায় তিনি বর্ধমান থেকে সড়কপথে ফিরছিলেন। তিনি। সভাস্থল থেকে জিটি রোডে ওঠার পথে একটি উঁচু জায়গা পেরনোর সময় মুখ্যমন্ত্রীর গাড়ির চালক ব্রেক কষেন। চালকের পাশের আসনেই  বসেছিলেন মুখ্যমন্ত্রী। ঝাঁকুনিতে কপালে চোট লাগে তাঁর৷ 

বর্ষীয়ান মুখ্যমন্ত্রীর কপালে আঘাত লাগে। তাঁর নিরাপত্তায় থাকা রক্ষীরা চিন্তিত হন। তবে মুখ্যমন্ত্রী নিজেই বলেন ঝাঁকুনিতে কপাল ঠুকে গেছিল। এরপরেও প্রশাসনিক কর্মকর্তারা চিন্তিত। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালক আচমকা জোরে ব্রেক কষেন। মুখ্যমন্ত্রীর কপাল উইন্ড স্ক্রিনে ঠুকে যায়। তবে খুব জোরে আঘাত লাগেনি।