East Bengal ক্লাবের নাকের ডগা থেকে বাঙালি ফুটবলারকে নিয়ে নিচ্ছে চেন্নাই

বাংলা দলের আরও এক ফুটবলার হয়তো ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে যোগ দিচ্ছেন না। অধিনায়ক মনোতোষ চাকলাদারকে (Monotosh Chakladar) সই করানোর চেষ্টা করেছিল কলকাতার শতাব্দী প্রাচীন…

East-Bengal

বাংলা দলের আরও এক ফুটবলার হয়তো ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে যোগ দিচ্ছেন না। অধিনায়ক মনোতোষ চাকলাদারকে (Monotosh Chakladar) সই করানোর চেষ্টা করেছিল কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব। কিন্তু শেষ পর্যন্ত কর্তারা সেই কাজে সফল হননি বলে মনে করা হচ্ছে।

সম্প্রতিতম খবর অনুযায়ী, লাল হলুদ ক্লাবে প্রবেশ করছেন না মনোতোষ চাকলাদার। পরিবর্তে তিনি বেছে নিয়েছেন চেন্নাইয়ান ফুটবল ক্লাবকে। ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে বাংলার অধিনায়ককে নিজেদের দলে নিচ্ছে চেন্নাইয়ান এফসি।

মনোতোষকে নিয়ে বেশ কিছু দিন ধরে জল্পনা চলছিল। ফুটবল মহলের একাংশ ভেবেছিলেন তিনি লাল হলুদ জার্সি পড়তে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়াতে না ছড়াতেই বইতে শুরু করেছিল উল্টো হওয়া। বিপরীত মত ছিল, চাকলাদার লাল হলুদ ক্লাবের প্রস্তাবে রাজি হননি। 

ইস্টবেঙ্গলের তরফে মনোতোষ’কে প্রথমে কলকাতা লিগ, আইএফএ শিল্ড এবং ডুরান্ড কাপে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আইএসএলে খেলার সম্ভাবনা আছে ভেবে আপাতত সেই প্রস্তাবে মনোতোষ রাজি হননি বলেই জানানো হয়েছে। অর্থাৎ এ ক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগ খেলার নিশ্চয়তা হয়তো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।