Durand Cup: এবার কোথায় দেখতে পাবেন ডুরান্ড কাপ? জেনে নিন

আসন্ন আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে দেশের ঐতিহ্যবাহী ফুটবল কাপ টুর্নামেন্ট। ডুরান্ড কাপ (Durand Cup)। গত কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচের সময়সূচি

Durand Cup

আসন্ন আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে দেশের ঐতিহ্যবাহী ফুটবল কাপ টুর্নামেন্ট। ডুরান্ড কাপ (Durand Cup)। গত কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচের সময়সূচি। সেই অনুযায়ী আগামী ১২ ই আগস্ট মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। যা নিয়ে এখন থেকেই উন্মাদনা চরমে উঠেছে শহরের ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে।

তাছাড়া বর্তমান সময়ে দাঁড়িয়ে গোটা দেশের মানুষদের মধ্যে ডুরান্ড কাপ ট্যুর নিয়ে যথেষ্ট আগ্ৰহ দেখা দেওয়ায় মনে করা হচ্ছে এবারের এই টুর্নামেন্টে যথেষ্ট ভালো সাড়া পেতে পারে ফুটবল সংস্থা। সেইমতো বিভিন্ন ব্যবস্থা ও নেওয়া হচ্ছে তাদের তরফে। কিছুদিন আগেই দেশের বানিজ্য নগরী তথা মুম্বাইতে এসে উপস্থিত হয়েছে এই ঐতিহ্যবাহী ফুটবল ট্রফি। সেখানকার বেশকিছু গুরুত্বপূর্ণ তথা দর্শনীয় স্থান যেমন মেরিন ড্রাইভ, বান্দ্রা ও গেটওয়ে অফ ইন্ডিয়ার মতো স্থান গুলিতে এই ঐতিহ্যবাহী ট্রফি প্রদর্শিত হওয়ার পর সেটা রওনা দিয়েছে আরেক শহরে।

যতদূর জানা গিয়েছে, আগামী ১লা আগস্ট শহর কলকাতায় পা রাখবে এই ঐতিহ্যবাহী ফুটবল ট্রফি। তার কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যাবে এই ফুটবল টুর্নামেন্ট। তবে প্রশ্ন ছিল এবার কোথায় দেখানো হবে ডুরান্ডের সমস্ত খেলা? গতবছর স্পোর্টস ১৮ চ্যানেলে দেখানো হলেও এবার বদলে যাচ্ছে সেটি। নয়া তথ্য অনুযায়ী, আগামী দুইটি মরশুমের জন্য এই ফুটবল টুর্নামেন্টের সমস্ত খেলা দেখানো হবে সোনি পিকচার্স নেটওয়ার্কে। নির্ধারিত সূচি অনুযায়ী দেখলে আগামী ৩রা আগস্ট থেকে শুরু হবে ২৪ দলের এই ফুটবল টুর্নামেন্ট।

গত বছর মোট ২০টি দল থাকলেও এই বছর অংশগ্রহণ করতে চলেছে আরও ৪টি দল। যারফলে, আরও বেড়ে গিয়েছে ম্যাচের সংখ্যা। সবমিলিয়ে আয়োজিত হতে চলেছে মোট ৪৩টি ম্যাচ। সেইসাথে আগামী ৩রা সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে ডুরান্ড কাপের ফাইনাল।

ম্যাচগুলির সরাসরি সম্প্রচার করা হবে সোনি স্পোর্টসের “টেন টু” চ্যানেলে। তাছাড়া যদি কেউ টেলিভিশনের বদলে অনলাইনে ম্যাচ উপভোগ করতে চায় তাহলে তাদের নজর রাখতে হবে বিভিন্ন লাইভস্ট্রিমিং সাইটে। যার মধ্যে অন্যতম হল “সোনিলিভ”। গতবছর সকলকে চমকে দিয়ে ডুরান্ড জয় করেছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। তবে পরবর্তীতে আরও দুই টুর্নামেন্টের ফাইনালে উঠলেও সাফল্য আসেনি। তবে এবার কাদের হাতে ওঠে এই ঐতিহ্যবাহী ট্রফি এখন সেটাই দেখার।