FIFA Women’s World Cup 2023: মহিলা বিশ্বকাপে লাল হলুদ ঝলক, সেরা স্পেন

FIFA Women’s World Cup 2023: মহিলা বিশ্বকাপে লাল হলুদ ঝিলিক। স্বপ্নের দৌড়ে বাজিমাত স্পেনীয়দের। এ যেন বল দখলের লড়াইয়ে তীব্র গতির ষাঁডের লড়াই!

Spain Clinches Victory: Defeats England 1-0 in FIFA Women’s World Cup 2023 Final, Crowned Champions

FIFA Women’s World Cup 2023: মহিলা বিশ্বকাপে লাল হলুদ ঝিলিক। স্বপ্নের দৌড়ে বাজিমাত স্পেনীয়দের। এ যেন বল দখলের লড়াইয়ে তীব্র গতির ষাঁডের লড়াই! স্পেনীয়দের সামনে ধসে গেল ব্রিটিশ রক্ষণ। বিশ্ব সেরা স্পেন।

বিবিসি জানাচ্ছে, ইংল্যান্ডকে হারিয়ে মহিলা বিশ্বকাপের শিরোপা জয় করে নিয়েছে স্পেন। রবিবার অস্ট্রেলিয়ার সিডনির মাঠে ১-০ গোলে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপের তকমা পেল স্পেন। পৌনে এক লাখ দর্শকের উপস্থিতিতে এই মারকাটারি খেলায় চমকে গেছে ফুটবল দুনিয়া।

   

রয়টার্সের খবর, প্রথমবার ফাইনালে উঠেই স্পেন শিরোপা জয়ী। আর ইংল্যান্ড প্রথমবার নারী বিশ্বকাপের ফাইনালে এসেও শিরোপা হাতছাড়া করে রানার্স। এপি জানাচ্ছে, বিশ্ব জয়ের সংবাদে স্পেন জুড়ে শুরু হয়েছে উৎসব। রাজধানী মাদ্রিদের রাজপথে নেমেছেন উচ্ছসিত জনতা। চলছে শ্যাম্পেন খুলে উল্লাস।

আল জাজিরা জানাচ্ছে, পুরুষদের বিশ্বকাপে স্পেন ২০১০ সালে শিরোপা ঘরে নিয়েছিল। দেশটির নারী দল এই বিশ্বকাপের ফাইনালে ওঠায় আবার শিরোপার আশা তৈরি হয়েছিল। এবার নারী বিশ্বকাপে শিরোপা জয়ের আনন্দে ভাসছেন স্পেনীয়রা।