Transfer Window: এই তিন তারকাকে সই করাল আইএসএলের এই ক্লাব

Transfer Window: গত ফুটবল মরশুমে একের পর এক তাবড় তাবড় দলকে টেক্কা দিয়ে হিরো আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে পাঞ্জাব।

Punjab FC

Transfer Window: গত ফুটবল মরশুমে একের পর এক তাবড় তাবড় দলকে টেক্কা দিয়ে হিরো আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে পাঞ্জাব। যারফলে, খুব স্বাভাবিকভাবেই পরবর্তী মরশুম তথা আগত ফুটবল মরশুমে দেশের একেবারে প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট আইএসএলে খেলার ছাড়পত্র পেয়েছে এই দল। সেইমতো অনেক আগে থেকেই প্রস্তুতি ও শুরু হয়ে গিয়েছে তাদের তরফে। গত কয়েকদিন আগেই দলের নাম ও লোগোর ক্ষেত্রে বড়সড় বদল আনা হয়েছিল তাদের ম্যানেজমেন্টের তরফ থেকে।

আসলে গত ফুটবল মরশুম পর্যন্ত রাউন্ডগ্লাস পাঞ্জাব হিসেবে পরিচিত হলেও আইএসএলে এসেই বদলে ফেলা হল সেটি। যারফল স্বরূপ নয়া মরশুমে পাঞ্জাব ফুটবল ক্লাব কিংবা “পাঞ্জাব এফসি” হিসেবেই বিবেচিত হবে এই দল। তবে দল গঠনের ক্ষেত্রে ও খুব একটা পিছিয়ে নেই গতবারের আইলিগ জয়ীরা।

   

হিরো আইলিগে দলের হয়ে খেলা অন্যতম স্প্যানিশ তারকা জুয়ান মেরাকে এবারও সামনে রেখে রণকৌশল তৈরি করতে পারে এই ফুটবল ক্লাব। পাশাপাশি নয়া আইএসএল মরশুমের কথা মাথায় রেখেএফসি গোয়া ফুটবল দলের প্রাক্তন স্প্যানিশ তারকা এডু বেদিয়াকে ও দলে টানতে চলেছে পাঞ্জাবের এই ফুটবল দল। গত ছয়টি ফুটবল মরশুম এফসি গোয়া দলের হয়ে খেলেছিলেন এই তারকা। তবে মানালো মার্কুইসের হাতে দলের দায়িত্ব আসার পর থেকেই নতুন করে ঢেলে সাজানো হতে থাকে গোয়া দল। যেখানে শেষ পর্যন্ত বাদ পড়েন এডু। বর্তমানে তাকেই নাকি চূড়ান্ত করেছে হিরো আইএসএলের এই নতুন দল।

তবে দেশীয় ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে দল। আগত এই নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে মোট তিনজন ভারতীয় ফুটবলারকে চূড়ান্ত করেছে পাঞ্জাব এফসি। যাদের মধ্যে রয়েছেন ফরোয়ার্ড জেমস কিনশি, মাঝমাঠের তারকা ফুটবলার কিংসলে ফার্নান্দেজ ও রক্ষনভাগের দাপুটে ফুটবলার নীতেশ দার্জি। একটা সময় শিলং লাজং এফসি থেকে সকলের নজরে এসেছিলেন স্যামুয়েল কিনশি। যারফলে, পরবর্তী ফুটবল মরশুমে তাকে দলে টেনে নেয় রিয়াল কাশ্মীর দল। সেখান থেকেই এবার পাঞ্জাবের হাত ধরে খেলতে আসবেন হিরো আইএসএলে। অন্যদিকে গোয়ার সবচেয়ে শক্তিশালী দল চার্চিল ব্রাদার্স থেকে তিন বছরের চুক্তি শেষ করে এই দলে উঠে আসলেন কিংসলে ফার্নান্দেজ।

উল্লেখ্য, গত ২০১৯-২০ মরশুমে এফসি গোয়া দলের স্কোয়াডে ও ছিলেন এই তারকা ফুটবলার। সেবার দলের হয়ে জিতেছিলেন টুর্নামেন্টের লিগশিল্ড। তবে পরবর্তীতে সেরকম সুযোগ না মেলায় চলে যান গোয়ার সেই ক্লাবে। ওখান থেকেই ফের এই প্রথমসারির লিগে খেলবেন তিনি। এছাড়াও রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে খেলে আসা তরুণ প্রতিভা নীতেশ দার্জির উপর ভরসা করে দলের রক্ষনভাগ মজবুত করার পরিকল্পনা নিয়েছে পাঞ্জাব। এক কথায় বলতে গেলে, দেশের উদীয়মান প্রতিভাদের উপর জোর দিয়েই আইএসএল খেলতে চাইছে এই ক্লাব।