Vishal Kaith: শিল্টন পালের কথা মনে করালেন বিশাল

ইন্ডিয়ান সুপার লীগে টানা চতুর্থ ম্যাচে জয় পেয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বুধবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছে বাগান। এদিনের…

Vishal Kaith, Shilton Paul

ইন্ডিয়ান সুপার লীগে টানা চতুর্থ ম্যাচে জয় পেয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বুধবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছে বাগান। এদিনের ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার ব্যাপারে অন্যতম কারিগর গোলরক্ষক বিশাল কাইথ (Vishal Kaith,)।

মোহন বাগান সুপার জায়ান্ট দুটি গোল হজম করেছে। আরও হজম করতে পারতো। একাধিক ক্ষেত্রে দলের নিশ্চিত পতন রোধ করেছেন বিশাল কাইথ। শরীর ছুঁড়ে দিয়ে অবধারিত কিছু গোল সেভ করেছেন।

শরীর ছুঁড়ে দিয়ে দূর্গ রক্ষা করার কথা বললে মোহন বাগান সমর্থকদের মনে পড়বে অভিজ্ঞ শিল্টন পালের কথা। সব ম্যাচেই যে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন এমনটা না। কিন্তু খেলতেন যান প্রাণ লড়িয়ে। শরীর শূন্যে ছুঁড়ে দিয়ে কতবার যে দলকে বাঁচিয়েছেন তার ঠিক নেই। মোহন বাগান ক্লাবের ইতিহাসে শিল্টন পালের কথা থেকে যাবে নিশ্চই।

জামশেদপুর ম্যাচে বিশালের খেলা দেখে ক্লাব সমর্থকদের অনেকে প্রশংসা করেছেন। করেছেন ক্লাবের প্রাক্তনী শিল্টনের সঙ্গে তুলনা। তবে মোহন বাগান সুপার জায়ান্টের রক্ষণ সব মিলিয়ে খুব একটা ভালো খেলতে পারেনি। রক্ষণ ভাগে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট।