Sanan Mohammed: বাগানের বিরুদ্ধে গোল করা কে এই অন্যায় শানান?

মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giants) বিরুদ্ধে গোল করে চমকে দিয়েছিলেন Sanan Mohammed। মাঝমাঠের কিছুটা ওপর থেকে নিখুঁত প্লেসমেন্ট করে বল পাঠিয়ে দিয়েছিলেন…

Sanan Mohammed football

মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giants) বিরুদ্ধে গোল করে চমকে দিয়েছিলেন Sanan Mohammed। মাঝমাঠের কিছুটা ওপর থেকে নিখুঁত প্লেসমেন্ট করে বল পাঠিয়ে দিয়েছিলেন বাগান দুর্গে। ম্যাচে এগিয়ে গিয়েছিল জামশেদপুর এফসি।

ঘরের মাঠে মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে বুধবারের ম্যাচে পরিকল্পনায় কিছু বদল করেছিলেন স্কট কুপার। প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেছিলেন জামশেদপুর এফসির কোচ। শুরু থেকে মাঠে নামিয়ে দিয়েছিলেন ১৯ বছর বয়সী ভারতীয় ফরোয়ার্ড শানানকে।

Reliance Foundation Young Champs থেকে চলতি বছরেই শানানকে সই করিয়েছে জামশেদপুর এফসি। শানান প্রাথমিকভাবে মাঠের বাম দিকে অপারেট করেন। একজন স্বাভাবিক আক্রমণাত্মক খেলোয়াড় যিনি সুযোগ তৈরি করতে এবং গোল করতে সক্ষম। ২০১৬ সালে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস (আরএফওয়াইসি) এ যোগ দিয়েছিলেন এবং তখন থেকেই ক্লাবের সাথে রয়েছেন।

কেরালার বাসিন্দা ১৯ বছর বয়সী এই ফুটবলারের ড্রিবলিংয়ের ব্যাপারে দক্ষতা রয়েছে। ভারতীয় ফুটবলের আগামী দিনে অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে তাকে অনেকে গণ্য করেন। সই করানোর সময় জামশেদপুর এফসির তরফে জানানো হয়েছিল, তরুণ এই ফরোয়ার্ডের শ্যুটিং খুব ভালো। এবং গোলের সামনে ফিনিশিংয়ে উভয় পা সমানভাবে কাজে লাগাতে পারেন।