Mohun Bagan: কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে চিন্তা বাড়াচ্ছে বাগানের রক্ষণ

জামশেদপুর এফসির বিরুদ্ধে জিতে আইএসএলে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ৩-২ গোলে ম্যাচ জিতেছে। গোল করার ব্যাপারে দক্ষতা দেখালেও উদ্বেগে…

Mohun Bagan

জামশেদপুর এফসির বিরুদ্ধে জিতে আইএসএলে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ৩-২ গোলে ম্যাচ জিতেছে। গোল করার ব্যাপারে দক্ষতা দেখালেও উদ্বেগে রাখছে দলের রক্ষণ। পরের ম্যাচ বসুন্ধরা কিংসের (Bashundhara Kings ) বিরুদ্ধে।

মোহন বাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। এশিয়ান প্রতিযোগিতায় বেশি সংখ্যক বিদেশি ফুটবলার নিয়ে মাঠে নেমে যায়। কিংসের বিদেশি স্কোয়াড খুব ভালো। এর আগে বাগানের হোম ম্যাচ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে গিয়েছিল কিংস। আগামী ৭ নভেম্বর ফিরতি ম্যাচ। অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়া লক্ষ্য হবে বাগানের।

   

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলতে গিয়েই চোট পেয়েছিলেন আনোয়ার আলি। তিনি এখন মাঠের বাইরে। তার বদলে রক্ষণে একসঙ্গে দুই বিদেশি ফুটবলারকে মাঠে নামিয়ে দিতে পারেন সবুজ মেরুন কোচ। জামশেদপুর এফসির বিরুদ্ধে হেক্টর ইয়ুস্তে ও ব্র্যান্ডন হামিলকে একসঙ্গে খেলিয়েছেন হুয়ান। সঙ্গে শুভাশিস বসু। তিনজনের রক্ষণ।

কিংসের বিরুদ্ধে ফরমেশন হয়তো বদল করবেন বাগান কোচ হুয়ান ফেরান্ডো। দুই বিদেশি ফুটবলারকে একসঙ্গে খেলিয়ে জোড়া গোল হজম করেছে সুপার জায়ান্ট। দশ জনের জামশেদপুর গোল করতে পেরেছে। রক্ষণে থাকার ফুটবলারদের মধ্যে কমিউনিকেশন বা বোঝাপড়ায় সমস্যা রয়েছে বলে অনেকে মনে করছেন।