আজ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব সতেরো ইয়ুথ লীগ টুর্নামেন্ট। মাঠে নামবে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট ও ইউনাইটেড স্পোর্টস (United Sports) ক্লাব। তার আগে টুর্নামেন্টের ক্রীড়া সূচি নিয়ে প্রশ্ন তুললেন ইউনাইটেড স্পোর্টসের কোচ স্টিভ হারবর্টস (Steve Herbots)।
আরও পড়ুন: Youth League: ইয়ুথ লিগে এবার নয়া চ্যালেঞ্জের মুখে বাগান কোচ, বুধেই প্রথম খেলা
এক মাসে দশটি ম্যাচ। এভাবেই অনূর্ধ্ব সতেরো যুব টুর্নামেন্টের ক্রীড়া সূচি সাজিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই ধরণের সূচি কতটা যুক্তি সম্মত সে ব্যাপারে প্রশ্ন থাকবে। সরাসরি কাউকে কাঠগড়ায় না তুললেও স্টিভ হারবর্টস সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘আমি যতটা শুনেছি, টুর্নামেন্ট দুই মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এক মাসে প্রায় দশটা করে ম্যাচ খেলানো হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ফেডারেশন এই প্রতিযোগিতার কথা ভেবেছেন। তরুণ প্রতিভা খুঁজে পাওয়ার জন্য এই উদ্যোগ। কিন্তু এতো কম সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করা হলে ফেডারেশন কি এই লক্ষ্যে পৌঁছতে সফল হবে?’
আরও পড়ুন: Mohun Bagan: মাজিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক মিরান্ডা
ইউনাইটেড স্পোর্টসের তথা অনূর্ধ্ব সতেরো যুব টুর্নামেন্টের প্রথম ম্যাচ মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। সবুজ মেরুন শিবিরের ঘরের মাঠে হবে খেলা। সকাল ১১ টা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। মাঠে আসার অনুরোধ করে সমর্থকদের উদ্দেশ্যে ইউনাইটেড স্পোর্টসের কোচ স্টিভ হারবর্টস ভিডিও বার্তায় বলেছেন, ‘নতুন একটা লীগ শুরু করতে চলেছি আমরা। ভালোভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে, অনুশীলন ম্যাচ খেলেছি। প্রথম ম্যাচে নামার জন্য আমরা খুবই উত্তেজিত।’
Everyone of the bleedpurple family please come and support as tomorrow at 11.00 at Mohun Bagan Ground for the opening match of the U17 Elite youth League.
@unitedsportsclubindia pic.twitter.com/UkAaDotbHD
— Steve Herbots (@HerbotsSteve) December 12, 2023