Paschim Bardhaman: প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে কালো টাকার তল্লাশি

আয়কর অফিসারদের অভিযানে শীতের সকালেই গরম আসানসোল। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলে হানা দিল আয়কর বিভাগ।  প্রাক্তন বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেতা সোহরাব আলির বাড়িতে…

আয়কর অফিসারদের অভিযানে শীতের সকালেই গরম আসানসোল। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলে হানা দিল আয়কর বিভাগ।  প্রাক্তন বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেতা সোহরাব আলির বাড়িতে চলছে আয়কর অভিযান। তিনি রানিগঞ্জের বিধায়ক ছিলেন।

আরও পড়ুন: Paschim Medinipur: সঠিক চিকিৎসার দাবিতে মন্ত্রী বীরবাহার পা ধরে রোগী পরিবারের কান্না  

প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলি ও ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজের বাড়িতে হানা দিল আয়কর বিভাগ। তার বাড়ি আসানসোল শহরের হীরাপুর থানার অন্তর্গত রহমত নগরে। বুধবার সকাল থেকেই তার বাড়ি, অফিস সহ অনেক জায়গায় হানা দিচ্ছে আয়কর দফতর। সোহরাব আলির রহমত নগরের বাড়িতে অভিযান চালানো হয়েছে।

সৈয়দ ইমতিয়াজের ব্যবসায়িক অংশীদার এবং সহযোগী মুন্নাওয়ার হুসেন, বিজয় সিং, জাভেদ খানের বাড়িতে অভিযানের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, আসানসোলের এসবি গড়াই রোডে অবস্থিত পায়েল এন্টারপ্রাইজের অফিসেও চলছে সিবিআই অভিযান। সূত্রের খবর, বিজয় সিংয়ের বাড়িতে নগদ টাকা ও গয়না পাওয়া গেছে। সুগম পার্কে অবস্থিত জাভেদ খানের বাড়িতেও হানা দিয়েছে আয়কর বিভাগ।

আরও পড়ুন: SIM Card-র নিয়মে বড় পরিবর্তন ! না মানলে ১০ লাখ টাকা জরিমানা  

প্রাক্তন বিধায়কের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সোহরাব আলির বিরুদ্ধে বেআইনি লোহার কারবার করার অভিযোগ আছে। রানিগঞ্জের তৃণমূল বিধায়ক হওয়ার পর সোহরাব আলির বিতর্কিত জেলখাটা আসামীর ছবি হয়েছিল ভাইরাল। পরে তিনি রানিগঞ্জে ফের সিপিআইএমের  কাছে হারেন। আর তাকে টিকিট দেয়নি তৃণমূল। তবে রাণিগঞ্জে গত নির্বাচনে বাম প্রার্থীও আর জেতেনি।

বার্নপুর ইস্পাত কারখানার সঙ্গে যোগ ছিল সোহরাবের। একাধিকবার তার বিরুদ্ধে অবৈধ ব্যবসার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি কাউন্সিলর। এদিকে প্রোমোটিংয়ের ব্যবসায় যুক্ত সোহরাব। বুধবার সকালে আচমকা সোহরাব আলির আসানসোলের বাড়িতে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা।