SIM Card-র নিয়মে বড় পরিবর্তন ! না মানলে ১০ লাখ টাকা জরিমানা

সিম (SIM Card)ছাড়া ফোন একটি বাক্সের চেয়ে কম নয়। কেউ কেউ শুধু একটি সিমে কাজ চালিয়ে নেন, আবার অনেকেই আছেন যাদের একাধিক সিম কিনতে হয়।…

SIM Card Rule change in 1st January 2024

সিম (SIM Card)ছাড়া ফোন একটি বাক্সের চেয়ে কম নয়। কেউ কেউ শুধু একটি সিমে কাজ চালিয়ে নেন, আবার অনেকেই আছেন যাদের একাধিক সিম কিনতে হয়। তবে সিমের ক্ষেত্রে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। দেশে ডিজিটালাইজেশনের কথা মাথায় রেখে টেলিযোগাযোগ বিভাগ (Telecom Ministry) জানিয়েছে, এখন থেকে গ্রাহকদের নতুন সিম কার্ড কেনার ক্ষেত্রে শুধুমাত্র ডিজিটাল বা ই-কেওয়াইসি(e-KYC)জমা দিতে হবে।

আরও পড়ুন: Asus Teases ROG Phone 8 ডিজাইন ফাঁস, দেখে নিন বিস্তারিত  

অর্থাৎ কাগজভিত্তিক কেওয়াইসি পুরোপুরি নিষিদ্ধ করা হবে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে সিম কার্ডের নতুন নিয়ম কার্যকর হবে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে টেলিকম সংস্থাগুলি শুধুমাত্র ডিজিটাল কেওয়াইসি করবে।

এখন নতুন বছরে ১ জানুয়ারির পর সিম কিনতে গেলে বায়োমেট্রিকের মাধ্যমে আপনার বিস্তারিত যাচাই করা হবে। উল্লেখ্য, টেলিকম মন্ত্রকের এই নিয়ম সব সংস্থার জন্য বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।যারা সিম কিনছেন তাদের ডিজিটাল ভেরিফিকেশন করতে হবে। যদি কোনও ডিলার এটি না করেন, তবে তাকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সিম পরিবর্তনের ক্ষেত্রে, বা পোর্ট করার ক্ষেত্রে এসএমএস সুবিধা চালু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: Exclusive Deal: ৮,০০০ টাকার বিশাল ছাড়ে কিনে নিন iPhone 15 

টেলিকম বিভাগ সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, নতুন বছর অর্থাৎ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে সিম কেনার নিয়মে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এই নিয়মের আওতায় এখন থেকে যে কোনো গ্রাহককে সিম কার্ড পেতে ই-কেওয়াইসি করতে হবে।এ ছাড়া নতুন মোবাইল সংযোগ পাওয়ার বাকি নিয়মগুলো একই থাকবে এবং এতে কোনো পরিবর্তন আনা হয়নি।

আরও পড়ুন: Virus Alert: কিভাবে বুঝবেন ফোনে ভাইরাস লুকিয়ে, নিরাপদ থাকার উপায় জেনে নিন  

অনেকের ই প্রশ্ন থাকে যে KYC আসলে কী? সহজ কথায় বলতে গেলে, এতে গ্রাহক সম্পর্কে সম্পূর্ণ তথ্য রয়েছে। কেওয়াইসি সবার জন্য বাধ্যতামূলক। এর পূর্ণরূপ ‘Know Your Customer’।