Mohun Bagan Star: কেরালা ম্যাচে অনিশ্চিত সবুজ-মেরুন তারকা

গতকাল, শনিবার ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল। প্রথম দিকটা সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে মানালো…

Mohun Bagan Supergiants

গতকাল, শনিবার ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল। প্রথম দিকটা সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে মানালো মার্কেজের ছেলেদের দাপটে কার্যত দিশেহারা হয়ে ওঠে মেরিনার্সরা। সময় সুযোগ বুঝে একের পর এক গোল তুলে নিতে থাকে এফসি গোয়া। মাঝে বাগান তারকা দিমিত্রি পেট্রাতোস গোল করে ব্যবধান কমালে ও তা ছিল অতীব সামান্য।

এটিও পড়ুন: Mohun Bagan Secretary: নাম না-করে পড়শিদের নিয়ে কী বললেন দেবাশিস দত্ত?

প্রথমার্ধের শেষে ১-৩ গোলে পিছিয়ে থাকে হুয়ান ফেরেন্দোর মোহনবাগান। তারপর দ্বিতীয়ার্ধ শুরু হতেই নিজেদের মেলে ধরার চেষ্টা করেছিল কলকাতা ময়দানের এই প্রধান। কিন্তু তা সম্পূর্ণভাবে বৃথা করে দেয় গোয়া দল। একের পর এক আক্রমণ প্রতি আক্রমণে কার্যত দিশেহারা হয়ে ওঠে সবুজ-মেরুন। অপরদিকে ফের ব্যবধান বাড়িয়ে নেয় নোহারা।

Brendan Hamill,

শেষ পর্যন্ত ৪ – ১ গোলে ম্যাচ জয় সন্দেশদের। এই পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়ে ওঠে আপামর মোহন জনতা। ম্যাচ শেষে দলের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান ও ফেঁটে পড়ে সমর্থকদের মধ্যে। পাশাপাশি দলের দুই দাপুটে ফুটবলার তথা জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকুর মতো ফুটবলারদের ও রিলিজ করার দাবি তুলতে থাকেন অনেকে। তবুও সব কিছু সহ্য করে পরের ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে সবুজ-মেরুন কোচ হুয়ান ফেরেন্দো। আগামী ২৭ ডিসেম্বর আরেক শক্তিশালী দল কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে হবে পালতোলা নৌকা শিবিরকে এখন সেই জন্যই বিশেষ প্রস্তুতি নিতে শুরু করেছে সকলে।

তবে দলের দাপুটে ফুটবলার তথা অজি ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে প্রবল চিন্তা দেখা দিয়েছে দলের অন্দরে। উল্লেখ্য, গতকাল ম্যাচের পর মাঠ ছাড়ার সময় পায়ে যথেষ্ট সমস্যা হতে দেখা যায় সেই ফুটবলারের।তার যে হ্যামস্ট্রিং ইঞ্জুরি এসেছে তা পরিষ্কার হয়ে গিয়েছে সকলের কাছে। যার দরুণ আগামী ম্যাচে হয়ত হ্যামিলকে মাঠে পাবেন না ফেরেন্দো। যা এক কথায় বড়সড় ধাক্কা মেরিনার্সদের কাছে।