Wrestling Federation: ক্রীড়া মন্ত্রকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছে ভারতীয় কুস্তি সংঘ!

রবিবার ভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক। বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘনের অভিযোগে কুস্তি সমিতি স্থগিত করা হয়েছে। প্রাক্তন…

Wrestling Federation of India

রবিবার ভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক। বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘনের অভিযোগে কুস্তি সমিতি স্থগিত করা হয়েছে। প্রাক্তন ডব্লিউএফআই সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী এবং বিজেপি সাংসদ সঞ্জয় সিং ২১ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনি নতুন প্রেসিডেন্ট হন। তার জয়ের পর অনেক বিতর্ক তৈরি হয়। এখন সরকার তাদের নেওয়া সিদ্ধান্তগুলি বাতিল করেছে এবং ডাব্লুএফআইকে স্থগিত করেছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে সঞ্জয় সিং বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডব্লিউএফআই-কে সাসপেন্ড করার পর আমরা এখনও কোনও চিঠি পাননি। আমি বিমানে ছিলাম। আমি এখনো কোনো চিঠি পাইনি। আমাকে প্রথমে চিঠিটি দেখতে দিন, তারপরই আমি মন্তব্য করব। শুনেছি কিছু কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।’ ক্রীড়া মন্ত্রকের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা ভাবছে ডব্লিউএফআই। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে তড়িঘড়ি ঘোষণা করার পর ক্রীড়া মন্ত্রণালয় ডব্লিউএফআইকে সাময়িক বরখাস্ত করে।

অলিম্পিয়ান সাক্ষী মালিক এক আবেগঘন সাংবাদিক সম্মেলনে কুস্তি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক দিন পরে ক্রীড়া মন্ত্রকের এই আশ্চর্যজনক পদক্ষেপ। পরে তার সহকর্মী অলিম্পিয়ান বজরং পুনিয়া প্রতিবাদ জানিয়ে পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা জানান। তারকা কুস্তিগীররা এর আগে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন। তারা ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। গত ২১ ডিসেম্বর ডব্লিউএফআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণের অনুগত সঞ্জয় সিং এবং তার প্যানেল বিপুল ভোটে জয়ী হয়।