Mohun Bagan Secretary: নাম না-করে পড়শিদের নিয়ে কী বললেন দেবাশিস দত্ত?

গতকাল বিকেলের দিকে মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে উন্মোচিত হয়েছে অমর একাদশের মূর্তি। পূর্বে শতাব্দী প্রাচীন এই ফুটবল ক্লাবে ফুটবলারদের ব্যবহৃত বেঞ্চ ও ছবি থাকলেও তেমন…

Mohun Bagan Secretary Debashis Dutta

গতকাল বিকেলের দিকে মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে উন্মোচিত হয়েছে অমর একাদশের মূর্তি। পূর্বে শতাব্দী প্রাচীন এই ফুটবল ক্লাবে ফুটবলারদের ব্যবহৃত বেঞ্চ ও ছবি থাকলেও তেমন কোনো মূর্তি ছিলনা। অবশেষে এবার সেই অমর একাদশের ফুটবলারদের ব্যবহৃত বেঞ্চের মধ্যেই তৈরি করা হয়েছে অমর একাদশের মূর্তি। বর্তমানে যা শোভা পাচ্ছে মোহনবাগান ফুটবল ক্লাবে।

আরও পড়ুন: Mohun Bagan: মোহনবাগান নিয়ে এবার বিষ্ফোরক শিশির ঘোষ, কিন্তু কেন? 

যেটি দেখার জন্য গতকাল থেকেই ভিড় জমিয়ে ছিলেন আপামর মোহনবাগান জনতা। এই গোটা অনুষ্ঠানে মধ্যমনি হিসেবে স্থান পেয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও ছিলেন সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে গৌতম সরকার সহ আরও একাধিক প্রাক্তন তারকা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: পাকিস্তান সুপার লীগের সবথেকে দামী খেলোয়াড়ের বেতন স্টার্কের প্রতি বলের থেকেও কম 

সেই মঞ্চ থেকেই পরবর্তীতে সকলকে শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন সবুজ-মেরুনে সচিব দেবাশিস দত্ত। সেইসাথে মোহনবাগানের অমর একাদশের প্রসঙ্গে ও বলেন তিনি। দেবাশিস দত্তের কথায়,” আমি মনে করি ওনাদের সম্মান জানিয়ে আমরা নিজে সম্মানিত হচ্ছি। এটা একটা আলাদা অনুভূতি। অনেকে মাঝে মধ্যেই বলে ওঠে অন্যান্য দলের কথা। তবে বাকিদের সাথে আমাদের একটাই তফাৎ। আমাদের কাছে ১৯১১ আছে। যেটা আর কারুর নেই। এই শিল্ড জয় আমাদের বাকিদের থেকে অনেক অনেক মাইল এগিয়ে নিয়ে গিয়েছে।” পরবর্তীতে লাল-হলুদ প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি ইস্টবেঙ্গল ও মোহনবাগান একে অপরের পরিপূরক। ওদের বাদ দিয়ে আমাদের অস্তিত্ব নেই। আমাদের বাদ দিয়ে ওদের অস্থিত্ব নেই।

আরও পড়ুন:IPL Auction: স্মিথ, সল্ট, হেজেলউড… অবিক্রিত খেলোয়াড়দের নিয়েই তৈরি হয়ে যাবে সেরা একাদশ  

তবে সেখানেই শেষ নয়। পরবর্তীতে নাম না করে লাল-হলুদকে খোঁচা দিয়ে বাগান সচিব বলেন, আমরা ভাড়া করে দলের জার্সি পড়িয়ে কখনো কাউকে কোথাও নিয়ে যাইনা। অনেকে এভাবে দল নিয়ে যায়। সকলকে দেখাতে চায় যে আমাদের যুব দল আছে। তবে মোহনবাগান এসব কখনো করেনি। আর করবে ও না। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই খেলোয়াড় ইস্যু নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল কলকাতা ময়দান। তার উপরে বাগান সচিবের এই মন্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করল।