চলতি মাসের প্রথম দিকেই সবুজ-মেরুন (Mohun Bagan) সমর্থকদের জন্য এই খুশির খবর নিয়ে এসেছিল মোহনবাগান। ক্লাবের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে বাগান সচিব ও ক্লাবের ফুটবল সচিব তখনকার ডার্বি আবহে ক্লাবের নীতি বিষয় তুলে ধরার পাশাপাশি অমর একাদশের প্রসঙ্গে ও বিশেষ মন্তব্য করেন। সেই সময় দেবাশীষ দত্ত বলেন, আগে আমাদের ক্লাবে অমর একাদশের স্মৃতি বিজড়িত বেঞ্চ ও ছবি ছাড়া তেমন কিছুই ছিলনা। তাই বহুদিন ধরেই তাদের সম্মান জানিয়ে বিশেষ পরিকল্পনা করা হচ্ছিল। বর্তমানে তা অনেকদূর এগিয়ে গিয়েছে। খুব শীঘ্রই আমরা অমর একাদশের খেলোয়াড়দের সকলের একটি বিশেষ মূর্তি ক্লাবের লনে বসাতে চলেছি। কিন্তু সেই সময় নির্দিষ্ট দিনক্ষণ কোনো কিছু না জানানো হলেও পরবর্তীতে সামনে আসতে থাকে সমস্ত কিছু।
আরও পড়ুন: পাকিস্তান সুপার লীগের সবথেকে দামী খেলোয়াড়ের বেতন স্টার্কের প্রতি বলের থেকেও কম
সেইমতো এবার উন্মোচিত হতে চলেছে অমর একাদশের মূর্তি। যা নিয়ে মাতোয়ারা সকলেই। বলতে গেলে খুশির আবহ দেখা দিয়েছে দলের অন্দরে। আজ বিকেল ৫টায় ক্লাব তাঁবুতে উন্মোচিত হতে চলেছে অমর একাদশের মূর্তি। এখন সেইদিকেই নজর সকলের। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যথাক্রমে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও থাকতে পারেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি প্রাক্তন ফুটবলারদের মধ্যে থাকছেন শ্যাম থাপা, প্রদীপ চৌধুরী, সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার, প্রসূন ব্যানার্জী। এক কথায় বলতে গেলে চাঁদের হাট বসতে চলেছে গঙ্গাপাড়ের এই তাঁবুতে।
আরও পড়ুন: Super Cup: সুপার কাপে কাদের খেলতে পাঠাবে মহামেডান? জানুন
কিন্তু ক্লাবের এমন ঐতিহাসিক মুহুর্তে কিনা আমন্ত্রণ পেলেন না বাগানের শতবর্ষের অধিনায়ক শিশির ঘোষ। হ্যাঁ ঠিকই শুনেছেন এবার নাকি আমন্ত্রণ পাননি শিশির ঘোষ। যা নিয়ে হতবাক হয়েছেন সকলেই। উল্লেখ্য, সবুজ-মেরুনের জার্সিতে এই প্রাক্তন ফুটবলারের কৃতিত্ব ভোলার নয়। মাঠ ও মাঠের বাইরে বহু ঘটনার সাক্ষী থেকেছেন তিনি। অথচ এবার নাকি বাগানের চাঁদের হাটে ঠাঁই হলনা তার। যদিও অনেকের মতে একেবারে অনিচ্ছাকৃত ভুলের দরুণ এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে কিছু জানানো হয়নি কারুর তরফ থেকে। এই প্রসঙ্গে তার অভিমানের প্রসঙ্গে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাপের ব্যাটাদের কোনো অভিমান থাকেনা। তাদের শুধু মান থাকে। এছাড়াও প্রাক্তন ফুটবলারদের সিংহভাগকে আমন্ত্রণ না জানানো নিয়ে ও ক্ষোভ উগড়ে দেন তিনি।