Super Cup: সুপার কাপে কাদের খেলতে পাঠাবে মহামেডান? জানুন

চলতি মাস শেষ হওয়ার কিছুদিন পরেই ওডিশার বুকে শুরু হয়ে যাবে সুপার কাপের (Super Cup) নতুন মরশুম। যেখানে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আইলিগ থেকে ও…

Mohammedan SC Squad

চলতি মাস শেষ হওয়ার কিছুদিন পরেই ওডিশার বুকে শুরু হয়ে যাবে সুপার কাপের (Super Cup) নতুন মরশুম। যেখানে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আইলিগ থেকে ও খেলতে আসছে একাধিক ফুটবল দল। মোট ১৬টি ফুটবল দল। যা নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল। গত কয়েকদিন আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে এই নিয়ে জারি করা হল বিশেষ বিবৃতি।

যেখানে দলের ফুটবলারদের নিয়ে জারি করা হল বিশেষ ঘোষণা। সেই অনুযায়ী এবার থেকে প্রত্যেকটি ফুটবল দলের প্রথম একাদশে রাখা যাবে মোট ছয়টি করে বিদেশী ফুটবলার। তেমনভাবেই করানো যাবে রেজিস্ট্রেশন। তবে এক্ষেত্রে ও থাকছে বিশেষ শর্ত। সেক্ষেত্রে দলের একাদশে থাকা ফুটবল বিদেশীদের মধ্যে একজনকে অন্তত হতে হবে এশিয়ান কোটার ফুটবলার। যা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় কারুর।

আসলে এই ফুটবল টুর্নামেন্ট জিতলে সোজা এএফসি কাপ খেলার সুযোগ চলে আসে চ্যাম্পিয়ন দলের কাছে। তাই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ফুটবল টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজ থাকবে আইএসএলের দলগুলির। এই টুর্নামেন্টের জন্য আশা মোট ১২টি দলের প্রত্যেকটি দল সরাসরি খেলবে এই টুর্নামেন্ট। কিন্তু আইলিগ থেকে আসা ফুটবল দলগুলিকে খেলতে হবে প্লে-অফ ম্যাচ। গত কয়েকদিন আগেই প্রকাশিত হত হয়েছে এই ফুটবল টুর্নামেন্টের গ্রুপ সূচী। যেখানে ডুরান্ড কাপের মতো এবার এখানে ও গ্রুপ পর্বে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। মূলত গ্রুপ “এ” তে রয়েছে দুই প্রধান। তাদের সাথেই রয়েছে হায়দরাবাদ এফসি। এছাড়াও সুযোগ পাবে আইলিগের একটি দল।

আর এখন আইলিগের কথা উঠলেই সবার আগে উঠে আসে ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের নাম। বর্তমানে টানা নয় ম্যাচ অপরাজিত রয়েছে ময়দানের এই তৃতীয় প্রধান। এবারের এই আগত সুপার কাপে তাদের দিকে ও নজর রয়েছে সকলের। তবে এই টুর্নামেন্ট নিয়ে কি ভাবছে মহামেডান? এক জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে এক সাদা-কালো কর্তা বলেন, বর্তমানে আইলিগ দল দারুণ ছন্দে রয়েছে। তাই এখন এই টুর্নামেন্টে ভালো ফল করে সফল হওয়াই অন্যতম লক্ষ্য।

তবে সুপার কাপের প্রসঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের সকল সদস্যদের পাশাপাশি ইনভেস্টর তথা বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিংয়ের সঙ্গে আমরা বিশেষ বৈঠকে বসব। তার পরেই আমরা সিদ্ধান্ত নেব। যে আদৌ এই ফুটবল টুর্নামেন্টে আমাদের সিনিয়র দল খেলবে নাকি জুনিয়র দল।