East Bengal: লাল-হলুদের পরিকাঠামো দেখে মুগ্ধ ব্রিটিশ ডেপুটি কমিশনার

গত কয়েকদিন আগেই ময়দানের অন্যতম প্রধান দল মোহনবাগান সুপারজায়ান্টস থেকে ঘুরে গিয়েছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডঃ অ্যান্ড্রো ফ্লেমিং (British Deputy Commissioner Dr. Andrew Fleming)।…

British Deputy High Commissioner, Mr. Andrew Fleming

গত কয়েকদিন আগেই ময়দানের অন্যতম প্রধান দল মোহনবাগান সুপারজায়ান্টস থেকে ঘুরে গিয়েছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডঃ অ্যান্ড্রো ফ্লেমিং (British Deputy Commissioner Dr. Andrew Fleming)। যা সহজেই নজর কেড়েছিল বাগান সমর্থকদের। তার বেশ কয়েকদিন পর এবার ময়দানের আরেক প্রধান তথা চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) থেকে ঘুরে গেলেন তিনি। এখানে এসে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য ও পরিকাঠামো দেখে যথেষ্ট খুশি হতে দেখা যায় তাঁকে। তবে সেখানেই শেষ নয়।

গত মঙ্গলবার ক্লাবের ঘরের মাঠে আয়োজিত কন্যাশ্রী কাপের ম্যাচে ও দেখা মেলে তার। মূলত ক্লাবের নয়া বক্স থেকেই গোটা ম্যাচ উপভোগ করেন এই ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার। লাল-হলুদের প্রাক্তন তারকা কৃশানু দের ভিভিআইপি বক্সে ঢুকতেই যথেষ্ট অবাক হয়ে যান তিনি।

তবে তিনি একানন। তার সাথেই উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের হেড অফ কমিউনিকেশন অমিত সেনগুপ্ত ও ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের স্পোর্টস ক্রিয়েটিভ ও সিনিয়র ট্রেড অ্যাডভাইজর মধুমিতা পাইন। ক্লাব তাঁবু পরিদর্শনের শেষে এনাদের সকলের হাতেই তুলে দেওয়া হয় লাল-হলুদের বিশেষ ঐতিহ্যবাহী স্মারক। পাশাপাশি দেওয়া হয় মিষ্টি ও অন্যান্য বেশকিছু দ্রব্য। যা নিয়ে খুশি সকলেই। তবে মোহনবাগান সুপারজায়ান্টস দলের পর লাল-হলুদ তাঁবু ঘুরে যথেষ্ট মুগ্ধ তিনি। পরবর্তীতে বিশেষ সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তেমনটাই জানানো হয় তার তরফ থেকে। তবু শুধু মাঠ নয় পরবর্তীতে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের আর্কাইভের পাশাপাশি বিশেষ লাইব্রেরী ও ঘুরে দেখেন তিনি।

যা নিয়ে বেশ আপ্লুত এই ব্রিটিশ ডেপুটি কমিশনার। তবে শুধু মাত্র কলকাতা ময়দানের এই দুই প্রধান নয়। পরবর্তীতে ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের ও টেন্ট ঘুরে দেখার কথা শোনা যায় তার মুখ থেকে।