Mafia Attack: মদ মাফিয়াদের হামলায় নিহত পুলিশ অফিসার

মদ মাফিয়াদের হামলায় (Mafia Attack) নিহত পুলিশ অফিসার। আরও এক রক্ষী গুরুতর জখম। মদ মাফিয়াদের রুখতে গিয়ে এমন ভয়াবহ হামলার মুখে পড়ে টহলদার পুলিশের দল।…

After road accident some people attacked traffic police Booth in bardhaman

মদ মাফিয়াদের হামলায় (Mafia Attack) নিহত পুলিশ অফিসার। আরও এক রক্ষী গুরুতর জখম। মদ মাফিয়াদের রুখতে গিয়ে এমন ভয়াবহ হামলার মুখে পড়ে টহলদার পুলিশের দল। ঘিরে ধরে ওই পুলিশ অফিসারের মাথায় আঘাত করা হয়। জখম অফিসার মারা যান। আরও এক রক্ষী গুরুতর জখম।

এই ঘটনা মদ্যপান নিষিদ্ধ রাজ্য বিহারে ঘটেছে। এ রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ হওয়ার পর থেকে প্রতিবেশি দেশ নেপাল থেকে মদের বেআইনি চালান হয়। তেমনই বিহারে গোপনে মদের চালান হয় পড়শি রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ থেকে। এই মদ পাচার রুখতে গিয়ে মৃত্যু হলো বিহার পুলিশের এক অফিসারের।

মঙ্গলবার মধ্যরাতে বেগুসরাই জেলায় মদ চোরাকারবারীদের হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত। অন্য একজন পুলিশ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি নওকোঠি থানার আওতাধীন। সেখানে এসআই খামাস চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল গোপন তথ্য পাওয়ার পেয়ে মদ চোরাচালান বন্ধ করতে পৌঁছায়। খবর ছিল, ছাতাউনা গ্রাম থেকে কিছু লোক একটি অল্টো গাড়িতে করে মদ পাচারের চেষ্টা করবে।

একটি অল্টো গাড়ি পুলিশ দলের কাছে আসে। এসআই চৌধুরী ও তার দলের সদস্যরা বাধা দিতে গেলে চৌধুরী ও আরেক কনস্টেবলকে আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়ে মাথায় পাথরের আঘাতে এসআই মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত কনস্টেবলকে হাসপাতালে নিয়ে যায়, তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঘটনার বিষয়ে বলতে গিয়ে, পুলিশ সুপার (এসপি) বেগুসরাই, যোগেন্দ্র কুমার বলেন, “এসআই খামাস চৌধুরী একটি মদ চোরাচালান বিড থামাতে গিয়ে তার প্রাণ দেন। একটি অল্টো গাড়ি তাকে ধাক্কা দেয়, যার পরে তিনি মারা যান”। এসপি কুমার আরও বলেছেন, গাড়িতে উপস্থিত আসামিদের গ্রেপ্তার করতে একজন উপ-পুলিশ সুপার (ডিএসপি) পদমর্যাদার কর্মকর্তার অধীনে একটি দল গঠন করা হয়েছিল। গাড়ির মালিককে পুলিশ আটক করেছে বলে জানান তিনি।