Transfer Window: শুরুতেই মোহনবাগানকে এক গোল দিল মুম্বই!

এবারের ট্রান্সফার উইন্ডোকে (Transfer Window) কাজে লাগিয়ে তাক লাগিয়ে দেওয়ার পর দল গঠন করেছেন মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। 

Mumbai Mohun Bagan

এবারের ট্রান্সফার উইন্ডোকে (Transfer Window) কাজে লাগিয়ে তাক লাগিয়ে দেওয়ার পর দল গঠন করেছেন মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)।  AFC প্রতিযোগিতার কথা মাথায় রেখে আরও বেশি বাজেটের দল গঠন করেছে বাগান। মাঠে সাফল্য পাওয়ার জন্য শুধু দল গঠন করলেই তো আর হল না। দরকার ফুটবলারদের মধ্যে দারুণ মেলবন্ধন এবং প্রচুর অনুশীলন। মাঠের ফলাফল কী হবে সেটা বলার সময় এখন আসেনি। তবে একটি বিষয়ে মোহন বাগান সুপার জায়ান্ট সহ ইন্ডিয়ান সুপার লীগের দলগুলোকে টেক্কা দিয়েছে মুম্বই সিটি এফসি।

আরও পড়ুন: Transfer Window : ইস্টবেঙ্গল সমর্থকদের আশায় জল ঢাললেন থাইল্যান্ডে তারকা ফুটবলার

   

পেশাদার ফুটবলে অজুহাতের কোনো জায়গা নেই। এই কথাই মেনে চলে মুম্বই সিটি এফসি। ভারতীয় এবং বিদেশি খেলোয়াড়দের একত্রিত করে অনুশীলন শুরু করা বিরাট কর্মযজ্ঞের অংশ। এ ক্ষেত্রে এগিয়ে মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজি দল। এবার ভিসা সমস্যার কথা শোনা গিয়েছে একাধিকবার। যার ফলে বিদেশি ফুটবলারদের ভারতের আসতে একটু সময় লাগছে। কিন্তু মুম্বই সেই সমস্যা কাটিয়ে। সমস্যা কাটিয়ে গোটা স্কোয়াড নিয়ে ইতিমধ্যে শুরু করে দিয়েছে অনুশীলন। থাইল্যান্ডের প্রাথমিক পর্বের অনুশীলন শুরু করে দিয়েছে দল।

আরও পড়ুন: Transfer Window: Blasters সমর্থকদের জন্য কিছুটা স্বস্তির খবর

ইন্ডিয়ান সুপার লীগের একাধিক দল এখনও নিজেদের স্কোয়াড গুছিয়ে উঠতে পারেনি। পুরো দমে অনুশীলন শুরু করা তো দূরের কথা। ক্লোজড ডোর অনুশীলন শুরু করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। তবে পূর্ণ শক্তির স্কোয়াড এখনও হাতে পায়নি কলকাতার অন্যতম প্রধান এই দল। শোনা যাচ্ছে আগামী বুধবারের মধ্যে সমস্ত খেলোয়াড়কে একত্রিত করার ভাবনা রয়েছে ক্লাবের। সমস্ত বিদেশি এবং ভারতীয় ফুটবলাররা কলকাতায় এসে উপস্থিত হননি এখনও।

আরও পড়ুন: Transfer Window: আইলিগের তারকা ডিফেন্ডারকে এবার দলে টানল নর্থইস্ট

মুম্বই সিটি এফসির পেশাদার ফুটবল মনোভাবকে সাধুবাদ জানাচ্ছেন ফুটবল প্রেমীরা। সমস্যা কাটিয়ে তারা যেভাবে দ্রুততার সঙ্গে ট্রেনিং শুরু করে দিয়েছে, তাতে বলা যায় মাঠের বাইরে আপাতত কিছুটা এগিয়ে থাকলে মায়ানগরীর দল।