Transfer Window: আইলিগের তারকা ডিফেন্ডারকে এবার দলে টানল নর্থইস্ট

Transfer Window: নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে প্রতিটি ফুটবল দল। এক্ষেত্রে অনেকটাই এগিয়ে থেকেছে বেঙ্গালুরু ও মুম্বাই সিটি এফসির পাশাপাশি এফসির গোয়ার মতো দল

Soraisham Dinesh Singh

Transfer Window: নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে প্রতিটি ফুটবল দল। এক্ষেত্রে অনেকটাই এগিয়ে থেকেছে বেঙ্গালুরু ও মুম্বাই সিটি এফসির পাশাপাশি এফসির গোয়ার মতো দল। এমনকি পিছিয়ে নেই কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। আজ সকালেই শহরে এসেছেন সবুজ-মেরুন কোচ।

পাশাপাশি তিলোত্তমার বুকে পা রেখেছেন কামিন্স থেকে শুরু করে পোগবা ও বুমোসের মতো ফুটবলার। অন্যদিকে অধিকাংশ দেশীয় ফুটবলার শহরে পা রেখে যোগ দিয়েছে লাল-হলুদের অনুশীলনে। আগামী কয়েকদিনের মধ্যেই শহরে এসে পড়বেন লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই শহরে আসতছ শুরু করবেন দলের বিদেশি ফুটবলাররা। তবে অন্যান্য দল গুলির তুলনায় অনেকটাই দেরিতে দল গোছানোর কাজ শুরু করেছে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব।

গত মরশুমের হতাশাজনক পারফরম্যান্স করার পর গোটা ম্যানেজমেন্টকে পুনরায় ঢেলে সাজানোর কাজ শুরু করা হয় তাদের তরফ থেকে। এক্ষেত্রে প্রথমদিকেই দলের থিঙ্কট্যাঙ্ক করে আনা হয় মন্দার তামহানেকে। একটা সময় বেঙ্গালুরু এফসি দলের দায়িত্বে থাকার সময় ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন এই মন্দার। এবার তাকেই ক্লাবে চূড়ান্ত করেছে নর্থইস্ট ইউনাইটেড। যতদূর জানা গিয়েছিল তার নির্দেশেই ভারতীয় ফুটবলের তরুণ প্রতিভাদের দলে টেনে বৃহৎ মঞ্চে খেলার সুযোগ করে দেবে এই ফ্রাঞ্চাইজি।

সেইমতো একাধিক ফুটবলারদের চূড়ান্ত করে এই ক্লাব। গত কয়েকদিন আগেই, তাদের দলে ফিরিয়ে আনা হয় তরুণ লেফট উইঙ্গার রিডিম ট্যালাংকে। একটা সময় শিলং লাজং এফসির মাধ্যমে পেশাদার ফুটবলার হিসেবে সূচনা করেছিলেন এই ফুটবলার। পরবর্তীতে সুযোগ পান নর্থইস্ট ইউনাইটেডে। সেবার প্রথম আইএসএলে খেলতে আসা। তারপর কয়েক মরশুম অন্তর অন্তর এফসি গোয়া ও ওডিশা এফসি দলের হয়ে খেলেন এই ভারতীয় উইঙ্গার। তারপর শেষ মরশুমে পেনার তত্ত্বাবধানে এফসি গোয়া দলে খেললেও ফের একটি মরশুমের জন্য ঘরে ফিরেছেন এই ফুটবলার।

তবে সেখানেই শেষ নয়। এবার হিরো আইলিগের অন্যতম দাপুটে একটি দল শ্রীনিধি ডেকান থেকে এক তরুণ ডিফেন্ডারকে দলে টানল আইএসএলের এই ক্লাবটি। তিনি দিনেশ সিং। একটা সময় আইলিগের অন্যতম দল রয়েল উইংডোর হয়ে প্রথম খেলতে আসেন জাতীয় লিগে। পরবর্তী মরশুমে সেখান থেকে চলে আসেন রিয়াল কাশ্মীর দলে। তারপর একটা মরশুম সেখানে খেলে চলে আসেন ট্রাউ এফসিতে। তারপরের গল্পটা সকলেই জানেন। এবার বছর ঘুরতেই চলে এলেন আইএসএলের এই দলে। যতদূর জানা গিয়েছে, আগামী দুইটি মরশুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই তরুণ ডিফেন্ডার।