Transfer Window: Blasters সমর্থকদের জন্য কিছুটা স্বস্তির খবর

দল বদলের (Transfer Window) মরসুমে খুব একটা ভালো অবস্থানে নেই ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।

Jeakson Singh

দল বদলের (Transfer Window) মরসুমে খুব একটা ভালো অবস্থানে নেই ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। একের পর এক ফুটবলারকে এবারের উইন্ডোতে রিলিজ করেছে ক্লাব। তুলনায় নতুন ফুটবলার নেওয়া হয়েছে হাতে গোনা। ক্ষোভ জমতে শুরু করেছে কেরালা ব্লাস্টার্স সমর্থকদের মধ্যে। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিল ক্লাব ম্যানেজমেন্ট।

শনিবার সকালে একটি ছোটো ভিডিও সামাজিক মাধ্যমে লঞ্চ করেছিল দক্ষিণ ভারতের এই ফ্র্যাঞ্চাইজি দল। নতুন মরসুমের আগে দলের নাম্বার ফাইভ জার্সিধারীর নাম উন্মোচনের ব্যাপারে জল্পনা উস্কে দেওয়ার চেষ্টা করেছিল ক্লাব। কে হতে পারেন কেরালা ব্লাস্টার্সের পাঁচ নম্বর জার্সিধারী?এদিন বিকেলেই মিলল উত্তর।

   

আগামী মরসুমের জন্য নাম্বার ফাইভের নাম ঘোষণা করেছে কেরালা ব্লাস্টার্স। তিনি Jeakson Singh। বর্তমান সময়ে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা উদীয়মান ফুটবলার। তিনি কেরালার ক্লাবের দুর্গ রক্ষার দায়িত্বে থাকবেন তিনি। ২২ বছর বয়সী মণিপুরের এই ফুটবলার ইতিমধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। ভারতের হয়ে দুবার জিতেছেন সাফ টুর্নামেন্ট, একবার জিতেছেন ইন্টারকন্টিনেন্টাল ক্লাব এবং একবার ত্রি দেশীয় সিরিজ।

কেরালা ব্লাস্টার্সের হয়ে Jeakson Singh যে এই প্রথম খেলতে চলেছেন এমনটা নয়। হলুদ জার্সিতে ৭০টির কাছাকাছি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তার। ক্লাবের বি টিমেও ছিলেন এক সময়। বলা ভালো ক্লাবের ঘরের ছেলে এই জিকসন। একাধিক ধারাবাহিক ফুটবলারকে রিলিজ করলেও জিকসনকে ধরে রাখার ক্লাবের সিদ্ধান্তে নিশ্চই খুশি হবে কেরালা ব্লাস্টার্সের সমর্থকরা।