Wednesday, November 29, 2023
HomeSports NewsIndian Football: ভারতীয় ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানালো ম্যানসিটি, কিন্তু কেন?

Indian Football: ভারতীয় ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানালো ম্যানসিটি, কিন্তু কেন?

এবারের ফুটবল মরশুমে যথেষ্ট সফল থেকেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি অন্যান্য শক্তিশালী দল গুলিকে টেক্কা দিয়ে এফএ কাপ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্ট ও জিতেছে হালান্ডদের এই ফুটবল ক্লাব। যা নিয়ে এখনো মাতোয়ারা ম্যানচেষ্টার সিটির সমর্থকরা। এবার তাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হল ভারতে থাকা সকল ফুটবলপ্রেমী (Indian Football) মানুষদের।

   

হ্যাঁ একেবারে ঠিকই শুনছেন। আজ ঘন্টাকয়েক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে ঠিক তেমনটাই জানানো হয়। এক্ষেত্রে ভারতের বিভিন্ন প্রান্তের কিছু বিখ্যাত স্থানের ছবি দেওয়ার পাশাপাশি ভিন্ন ভিন্ন ভাষায় লেখা হয় “ধন্যবাদ”। সেইসাথে ছবি গুলির ক্যাপশনে লেখা হয় যে, গোটা মরশুম জুড়ে আমাদের ব্যাপক সমর্থন করার পাশাপাশি উৎসাহিত করার জন্য ভারতের সকল সমর্থকদের অসংখ্য ধন্যবাদ।

Man City's appreciation and the impact of Indian fans on the club's global reach.

এক্ষেত্রে ভারতের আগের রাজধানী কলকাতা থেকে শুরু করে বর্তমান রাজধানী দিল্লী, মুম্বাই, কেরালা ও মধ্যপ্রদেশের মতো একাধিক অঞ্চলের কিছু বিখ্যাত ছবি দিয়ে সেই ভাষায় লেখা হয় ধন্যবাদ। যা সহজেই নজর কাড়ে নেটিজেনদের। অনেকেই সেখানে লেখেন তাদের প্রিয় কোচ থেকে শুরু করে প্রিয় খেলোয়াড়দের কথা।

আবার কেউ কমেন্ট করে জানান আগামী মরশুমের জন্য কাকে দলে আনা যেতে পারে আর কাকে বিদায় জানানো যেতে পারে। এক কথায় বলতে গেলে ভারতীয় ফুটবল দলের মতোই ভারতীয় ফুটবলপ্রেমীদের নিজেদের কাছে টানতে, কিংবা দলের সাথে একাত্ম করতে অনেকটাই সফল হয়েছে এই দল।

Latest News