Liston Colaco: পুরোনো ছন্দে ফিরতেই লিস্টন সম্পর্কে ‘বিস্ফোরক’ বাগান-অধিনায়ক প্রীতম

এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগে খুব একটা প্রভাব ফেলতে পারেননি সবুজ-মেরুন (Mohun Bagan) ফরোয়ার্ড লিস্টন কোলাসো (Liston Colac)।

Liston Colaco and Pritam Kotal in action for Mohun Bagan football team

এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগে খুব একটা প্রভাব ফেলতে পারেননি সবুজ-মেরুন (Mohun Bagan) ফরোয়ার্ড লিস্টন কোলাসো (Liston Colac)। গত ফুটবল মরশুমে সকলের নজর তার উপরে থাকলেও একেবারেই উল্টো পরিস্থিতি ছিল এবার। যারফলে বহু ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয়েছিল এটিকে মোহনবাগানকে।

এমনকি এই আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগে ও সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি। নাহলে ট্রাইবেকারে আগে অনায়াসেই ম্যাচ পকেটে পুড়তে পারত সবুজ-মেরুন শিবির। তবে শেষ পর্যন্ত এটিকে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হলেও এই গোয়ান ফুটবলারের ফর্ম ফেরানোর ক্ষেত্রে যথেষ্ট মনোযোগী ছিলেন বাগানের স্প্যানিশ কোচ।

সেইজন্য সুপার কাপের অভিযান শুরু করার আগে দলের অনুশীলনের সময় লিস্টনের দিকেই অধিকাংশ ক্ষেত্রে নজর দিতেন ফেরেন্দো। সেইসাথে আলাদা করে প্রাকটিস ও করানো হত তাকে। সেই অনুশীলন থেকেই আসল সাফল্য। গোটা আইএসএলে নিজের ফর্ম অধরা থাকলেও আজ গোকুলাম কেরালার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। যা অনায়াসেই ম্যাচের চালকের আসনে বসিয়ে দেয় সবুজ-মেরুন কে। যদিও তারপরে হুগো বুমোস, মনবীর সিং ও কিয়ান নাসিরির গোলে বড় ব্যবধানে জয় পায় এটিকে মোহনবাগান।যা দেখে খুশি গোটা দল। কিন্তু সকলে তার থেকে ও বেশি খুশি লিস্টনের ছন্দে ফেরায়।

এই নিয়ে ম্যাচের শেষে সাংবাদিকদের তরফে লিস্টনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুরোনো ফর্ম ফিরেছে এখনো পর্যন্ত তা বলার সময় আসেনি। তিনি সর্বদাই চেষ্টা করেন নিজের সেরাটা দেওয়ার। আজ ও সেটাই করেছেন। তার দুটি গোলে দলের জিততে সুবিধা হওয়ায় তিনি খুশি। অন্যদিকে এই জয়ের প্রসঙ্গে দলের অধিনায়ক প্রীতম কোটাল বলেন, প্রত্যেকবারই গোকুলামের সঙ্গে আমাদের লড়াই যথেষ্ট কঠিন হয়।

তবে এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাদের বড় ব্যবধানে হারানোয় আগামী ম্যাচ খেলতে দলের সকলের আত্মবিশ্বাস বাড়বে। এছাড়াও তিনি বলেন, আমরা মাঠে নামার আগে টিম মিটিংয়ে যেমনটা আলোচনা করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। যেখানে আমরা শেষ করেছিলাম, সেখান থেকেই আবার শুরু করেছি। তাছাড়া লিস্টনের ফর্মে ফেরায় টুর্নামেন্টে ভালো রেজাল্ট করা যথেষ্ট সহজ হবে।