সরফরাজ খান (Sarfaraz Khan) ভারতের হয়ে ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর ধরে দুর্দান্ত পারফর্ম করেছেন। প্রায়ই তাকে টিম ইন্ডিয়ায় নেওয়ার দাবি উঠত। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর এবার টিম ইন্ডিয়ায় ঢুকে পড়েছেন এই ক্রিকেটার। চোটের ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। এমন পরিস্থিতিতে সরফরাজ খানকে পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে। সরফরাজের পাশাপাশি টিম ইন্ডিয়ায় জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমারও। এবার এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সরফরাজ। ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন সরফরাজ খান। সূর্যকুমার যাদব দলে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার স্টোরিটিও শেয়ার করেছেন। এরপর বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেন এবং সঙ্গে জুড়ে দেন চক দে ইন্ডিয়ার বিখ্যাত গান ‘আব তো ভাই চল পড়ি আপনি ইয়ে নাভ হ্যায়…।’
এছাড়াও সরফরাজ টিম ইন্ডিয়ার নতুন স্কোয়াডের নামের ছবি শেয়ার করেছেন এবং তাতে ভারতীয় তেরঙ্গা এবং হৃদয়ের ইমোজি সহ পরবর্তী স্টোরি পোস্ট করেছেন। সরফরাজ খানের বাবা নওশাদ খানও ভিডিও শেয়ার করে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা ঘরোয়া ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন সরফরাজ।
Sarfaraz Khan's Father's first reactions pic.twitter.com/28b1wkVirA
— Kohlisthetic (@TheKohlisthetic) January 29, 2024
সরফরাজ খানের নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। ভক্তরা এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এখন তার নির্বাচিত হওয়ার পর ভাইজ্যাগ টেস্টে অভিষেক হওয়া প্রায় নিশ্চিত বলে অনেকে ধরে নিচ্ছেন। কারণ কেএল রাহুল এখন দলের বাইরে। তার জায়গায় যোগ দিতে পারেন সরফরাজ। তবে রজত পতিদারও এই দৌড়ে রয়েছেন। এখন দেখার বিষয় দুজনের একজন সুযোগ পান নাকি দুজনই অভিষেক করতে পারেন।