Transfer Window: ফের চমক! মুম্বাই সিটির এই ফুটবলারকে দলে টানছে ইস্টবেঙ্গল

Transfer Window: হিরো আইএসএলের অন্যান্য দল গুলির মতোই এবার পাল্লা দিয়ে নিজেদের দল গঠন করছে ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। সময়ের সাথে একের পর এক প্রতিভাবান ভারতীয় ফুটবলারের ঠিকানা হয়েছে কলকাতার এই প্রধান ক্লাব।

Gurkirat Singh

Transfer Window: হিরো আইএসএলের অন্যান্য দল গুলির মতোই এবার পাল্লা দিয়ে নিজেদের দল গঠন করছে ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। সময়ের সাথে একের পর এক প্রতিভাবান ভারতীয় ফুটবলারের ঠিকানা হয়েছে কলকাতার এই প্রধান ক্লাব। এমনকি নতুন মরশুমের কথা ভেবে বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ও এসেছে বড়সড় চমক।

সাউল ক্রেসপো থেকে শুরু করে, জাভিয়ের সিভেরিও, ও বোরহা হেরেরার মতো ফুটবলারের ও ডেস্টিনেশন হয়েছে এই ইস্টবেঙ্গল। বাদ যায়নি দলের ব্যাপআপ স্কোয়াড। এবার শক্তিশালী প্রথম একাদশের পর দলের রিজার্ভ বেঞ্চ কে ও শক্তিশালী করতে মরিয়া লাল-হলুদ ম্যানেজমেন্ট। সেই মর্মে এবার একাধিক ভারতীয় প্রতিভার উপর নজর পড়েছে দলের।

সেইমতো গতকাল প্রভসুখান গিলের পাশাপাশি তার দাদা গুরসিমরাত সিংকে ও দলের সঙ্গে যুক্ত করেছে ম্যানেজমেন্ট। দলে মন্দার থেকে শুরু করে নিশু ও লালচুংনুঙ্গার মতো ফুটবলার থাকায় তিনি যে দলের প্রথম চয়েস হচ্ছে না তা সকলেই জানে। তবে ব্যাপআপ ডিফেন্ডার হিসেবে যথেষ্ট কার্যকরী হতে পারেন এই ডিফেন্ডার। সেই পরিকল্পনা নিয়েই এবার দলে আনা হল মুম্বাই সিটির এক তারকা ফুটবলার কে। তিনি গুরকিরাত সিং। একটা সময় চন্ডীগড় ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন এই তারকা ফুটবলার। টানা পাঁচটা বছর সেখানে থাকার ডাক পান জাতীয় শিবিরে। একটা সময় ডিফেন্ডার হিসেবে নিজেকে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে স্ট্রাইকার হিসেবে তাকে খেলাতে থাকেন কোচ। সেখান থেকেই আসে সাফল্য।

গত ২০১৯ সালে জুনিয়র সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের সাফল্যের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই তরুণ ফুটবলারের। সেবার জাতীয় দলের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে উঠে আসেন এই প্রতিভাবান। তারপর ইন্ডিয়ান অ্যারোজের জার্সিতে টানা ১১টি আইলিগের ম্যাচ খেলেন তিনি। তার পারফরম্যান্স দেখে পরের বছর দলে টেনে নেয় মুম্বাই সিটি। সেখানে ও খেলেছেন মোট ৮ টি ম্যাচ। এবার লোনের মাধ্যমে আসছেন লাল-হলুদে।