Transfer Window: লাল-হলুদে আসতে কত পারিশ্রমিক নিচ্ছেন প্রভসুখান গিল? জানুন

Transfer Window: বহু আলোচনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত লাল-হলুদ ব্রিগেডে চূড়ান্ত হয়েছেন তরুণ গোলরক্ষক প্রভসুখান গিল।

Prabhsukhan Singh Gill

Transfer Window: বহু আলোচনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত লাল-হলুদ ব্রিগেডে চূড়ান্ত হয়েছেন তরুণ গোলরক্ষক প্রভসুখান গিল। এখনো পর্যন্ত কলকাতার এই প্রধানের তরফ থেকে সরকারি ঘোষণা না আসলেও যতদূর খবর একেবারে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে এই তারকা ফুটবলারকে নিচ্ছে কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। তবে তিনি একানন।

এই গোলরক্ষকের সঙ্গে ই ইস্টবেঙ্গল দলে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তার ভাই গুরসিমরাত সিং। শেষ ফুটবল মরশুমে মুম্বাই সিটি দলের সঙ্গে ছিলেন গুরসিমরাত। মূলত স্টপার হিসেবে ই বেশি পরিচিত এই তারকা। মুম্বাই দলের সাথে চুক্তি শেষ হতেই তাকে তুলে নিল ইমামি ইস্টবেঙ্গল। কিন্তু প্রশ্ন হল, ইস্টবেঙ্গলে খেলতে আসতে কেমন পারিশ্রমিক নিচ্ছেন এই গোলরক্ষক?

বিশেষ সূত্র মারফত খবর, ২ কোটি ৭০ লক্ষ্য টাকার বিনিময়ে নাকি মশাল ব্রিগেডের সঙ্গে যুক্ত হচ্ছেন এই তরুণ গোলকিপার। বলাবাহুল্য, এই উদীয়মান প্রতিভা কে দলে টানার জন্য প্রায় বহু দিন ধরেই কেরালা ব্লাস্টার্সের সাথে দর কষাকষি করছিল ইমামি ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত হয়ত চূড়ান্ত হতে চলেছে এই চুক্তি। গতকাল রাতে দুই ভাইয়ের কলকাতায় আসার দরুন তেমনটাই মনে করা হচ্ছে এবার। তাছাড়া, দলের নতুন কোচ কার্লোস কুয়াদ্রাত একেবারে শুরু থেকেই গিল কে দলে চেয়েছিলেন। সেইমতো এই তারকা ফুটবলার কে নিতে ঝাঁপিয়ে ছিল ইস্টবেঙ্গল। সব ঠিকঠাক চললে আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে এই ফুটবলারের নাম।

বলাবাহুল্য, গত মরশুমের শেষের দিক থেকেই এই দাপুটে গোলরক্ষক কে দলে টানতে বধ্য পরিকর ছিল ইস্টবেঙ্গল শিবির। সেইমতো তাদের কথাবার্তা শুরু হয় কেরালার সাথে তবে ২০২৪ সাল পর্যন্ত গিলের চুক্তি থাকায় প্রায় দেড় কোটি টাকা ট্রান্সফার ফি চাওয়া হয় তাদের তরফে। বহু আলোচনার শেষে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকায় নেমে আসে সেটি। পরবর্তীতে প্রভসুখানের পারিশ্রমিক যোগ করলে মোট খরচ গিয়ে দাঁড়ায় ২ কোটি ৭০ লক্ষের আশেপাশে। যা এখনো পর্যন্ত হিরো আইএসএলের গোলরক্ষকদের মধ্যে সর্বাধিক। ঠিক এমনটাই জানা যাচ্ছে। বিশেষ সূত্র মারফত খবর, আগামী তিনটি মরশুমের জন্য প্রভসুখান কে দলে যুক্ত করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বর্তমানে সরকারিভাবে ঘোষণা অপেক্ষায় সকলে।