Transfer Window: এই অজি তারকাকে দলে টানছে চেন্নাইন এফসি

Transfer Window: হাতে মাত্র আর দেড় মাস। তারপরেই শুরু হতে চলেছে হিরো ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম। তাই সময় যতো এগোচ্ছে দল গঠনের ক্ষেত্রে ততই সক্রিয়তা বাড়াচ্ছে টুর্নামেন্টের প্রত্যেকটি ক্লাব।

Jordan Murray

Transfer Window: হাতে মাত্র আর দেড় মাস। তারপরেই শুরু হতে চলেছে হিরো ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম। তাই সময় যতো এগোচ্ছে দল গঠনের ক্ষেত্রে ততই সক্রিয়তা বাড়াচ্ছে টুর্নামেন্টের প্রত্যেকটি ক্লাব। কলকাতার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলের পাশাপাশি বেঙ্গালুরু ও মুম্বাই সিটির মতো ক্লাব গুলির তরফ থেকে ও সক্রিয়তা যথেষ্ট নজর কেড়েছে সকলের।

তাছাড়া গত মাসের শেষের দিকেই অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও ইউরোপা লিগ খেলা ফুটবলার আর্মান্দো সাদিকুকে টেনেছে মোহনবাগান। অন্যদিকে সাউল ক্রেসপো থেকে শুরু করে বোরহা হেরেরা ও নন্দকুমার শেখরের মতো খেলোয়াড়কে সই করিয়েছে লাল-হলুদ ব্রিগেড। তবে খুব একটা পিছিয়ে নেই অভিষেক বচ্চনের ফ্র্যাঞ্চাইজি চেন্নাইন এফসি।

নতুন ফুটবল মরশুমের কথা ভেবে ফিরিয়ে আনা হয়েছে তাদের আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েল কে। পাশাপাশি দল গঠনের ক্ষেত্রে জোড় দেওয়া হয়েছে ভারতীয় তরুণ ফুটবলারদের উপর। যাতে আগামীদিনে ভারতীয় তারকা তৈরিতে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেকথা মাথায় রেখেই হয়ত এই ভাবনা চেন্নাইন ম্যানেজমেন্টের। সেইমতো গত জুনের একেবারে শেষের দিকে তাদের দলের সঙ্গে যুক্ত করা হয়েছে ইমামি ইস্টবেঙ্গল দলের প্রাক্তন ফুটবলার অঙ্কিত মুখার্জীকে।

এছাড়াও বেশ কিছুদিন আগে দক্ষিণের এই দলে যুক্ত হয়েছেন দুই উদীয়মান প্রতিভা তথা গোলরক্ষক প্রতীক কুমার সিং ও ডিফেন্ডার সাচু সিবিকে। উভয়ের ঝুলিতেই রয়েছে বহু সাফল্য। সেকারণে আগামী ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এই গোলকিপার ও ডিফেন্ডার কে দলে নেওয়া হয়েছে তাদের তরফে।

তবে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে ও খুব একটা পিছিয়ে নেই চেন্নাইন ম্যানেজমেন্ট। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, যে নতুন ফুটবল মরশুমের কথা ভেবে নাকি দুজন জার্মান ডিফেন্ডারকে আনতে চলেছে এই আইএসএল জয়ী দল। তবে এখনো পর্যন্ত সেই সম্পর্কিত কিছু জানানো না হলেও এবার উঠে আসল নয়া তথ্য। বিশেষ সূত্র মরফত খবর, আগামী দুইটি ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এবার নাকি জর্ডন মারেকে সই করাতে চলেছে দক্ষিণের এই ফুটবল দল।

মূলত রাইট উইঙ্গার হিসেবে সর্বাধিক জনপ্রিয় হলেও ফিনিশ করতে ও যথেষ্ট সক্ষম অস্ট্রেলিয়ার এই ২৭ বছরের তারকা। পূর্বে কেরালা ব্লাস্টার্স দলের পাশাপাশি ওয়েন কোয়েলের তত্ত্বাবধানে খেলে গিয়েছিলেন জামশেদপুর এফসি দলে। জিতেছেন আইএসএলের লিগ শিল্ড শিরোপা। এবার ওয়েন কোয়েল পুরোনো দলে ফেরার সাথে সাথেই আসার সম্ভাবনা প্রবল হয়েছে এই অজি তারকার