Sports News : বাংলা বর্ষবরণে বাংলায় নয়া ফুটবল টিমের অভিষেক

Sports News : এবার কলকাতার ময়দানে নামছে ‘ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব’ নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব। ইতিমধ্যে একটি টুইটার হ্যান্ডেলও তৈরি হয়েছে ক্লাবের। জানা…

Abhishek-Football-Club

Sports News : এবার কলকাতার ময়দানে নামছে ‘ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব’ নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব। ইতিমধ্যে একটি টুইটার হ্যান্ডেলও তৈরি হয়েছে ক্লাবের। জানা গেছে, পয়লা বৈশাখই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে তারা। ওইদিন বারপুজো করে অনুশীলন শুরু করছে দলটি।

সূত্রের খবর, কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলতে চেয়ে আইএফএ-র কাছে আগেই আবেদন করেছিল দলটি। এমপি কাপে খেলতে গিয়ে ডায়মন্ড হারবার ক্লাব আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছিল। তখনই ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের একটি দলকে কলকাতা লিগে খেলাবেন তিনি। সেই উদ্যোগেরই অন্যতম আকর্ষণীয় পর্ব এটি। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বাটানগর মাঠকেই হোম গ্রাউন্ড করে ফার্স্ট ডিভিশনে খেলতে নামবে ডায়মন্ড হারবার ক্লাব।

   

ক্লাবের চিফ প্যাট্রন অভিষেক নিজে। সচিব পদে রয়েছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সভাপতি গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। দলের কোচ কৃষ্ণেন্দু রায়। আইএফএ সূত্রের খবর, রাজ‍্য ফুটবল নিয়ামক সংস্থার পদাধিকারীদের সঙ্গে অভিষেকেরও এ বিষয়ে কথা হয়েছে। লিগ খেলতে চাওয়ার আবেদন আগেই জমা দেওয়া হয়েছে। এখন অপেক্ষা তাদের অনুমতি পাওয়ার। জানা গিয়েছে, কোচ হিসাবে নিযুক্ত হয়েই ফুটবলার বাছাইয়ে পুরোদস্তুর নেমে পড়েছেন ময়দানের প্রাক্তনী কৃষ্ণেন্দু রায়।