Suvendu Adhikari: নন্দীগ্রামের ভোটে অসহায় শুভেন্দু কালীঘাট ঘেরাও ডাক দিলেন

শনিবার সকাল থেকে রাজ্যে চলছে পঞ্চায়েত নির্বাচন। ভোটের শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত ৬ জন ভোট সন্ত্রাসের বলি। এবার…

Subhendu Adhikari, BJP Leader from West Bengal

শনিবার সকাল থেকে রাজ্যে চলছে পঞ্চায়েত নির্বাচন। ভোটের শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত ৬ জন ভোট সন্ত্রাসের বলি। এবার এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সকাল থেকে সংবাদমাধ্যমে পরপর মৃত্যুর খবর দেখার পরই কমিশনারকে ফোন করেন শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফোন করেন শুভেন্দু অধিকারী। ফোন করে প্রশ্ন করেন, ‘আর কত রক্ত চাই আপনার?’। তিনি বলেন, শুভেন্দু বলেন, “আমি ওঁকে ফেসটাইমে ফোন করেছিলাম। প্রথমে বলেছি, আর কত রক্ত চাই আপনার? তারপর বলেছি, সন্ধ্যা ৬টার পর আমি যাচ্ছি আপনার কার্যালয়ে তালা ঝোলাতে। পুলিশকে বলে রাখবেন।”

নন্দীগ্রামের বিধায়ক বলেন, আগে লুঠ হওয়া বুথগুলো থেকে বাক্সগুলো পুকুরে ফেলি, তারপর যাব। তাঁর কথায়, “এই দিন দেখার জন্য কি স্বাধীনতা এসেছিল? নিজের ভোটটাও কি নিজে দিতে পারব না?”

এইদিন সকালে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কালীঘাট অভিযানের ডাক দেন। শুভেন্দু বলেন, ‘‘মানুষের কাছে দু’টো রাস্তা আছে, জনগনের অভ্যুত্থান, চলো কালীঘাট, গুলি করুক, প্রথম ১০-২০ জন মরবে, কিন্তু বাংলা বেঁচে যাবে৷ আমি সেই তালিকায় থাকতে রাজি আছি৷’

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘চলো কালীঘাটের ইটগুলো খুলেনি৷ এ ছাড়া ৩৫৬ অথবা ৩৫৫ করে নিতে হবে৷ এর কোনও বিকল্প নেই৷ দিল্লির কে কী ভাববে, অন্য কে কী বলবে জানার দরকার নেই৷’