Transfer Drama: মাদ্রিদের ফুটবলারকে নিয়ে ISL-এর দুই ক্লাবের মধ্যে দড়ি টানাটানি!

Transfer Drama: আসন্ন ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার আগে একাধিক দলে হতে পারে ব্যাপক বদল। দল বদলের পাশাপাশি একাধিক নতুন বিদেশি ফুটবলারকে দেখা যেতে পারে ভারতের মাটিতে।

pablo trigueros

Transfer Drama: আসন্ন ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার আগে একাধিক দলে হতে পারে ব্যাপক বদল। দল বদলের পাশাপাশি একাধিক নতুন বিদেশি ফুটবলারকে দেখা যেতে পারে ভারতের মাটিতে। শোনা যাচ্ছে, অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা এক ফুটবলারকে নিয়ে ইতিমধ্যে পারদ চড়তে শুরু করেছে দল বদলের বাজারে।

ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকে মিলতে শুরু করেছে একের পর এই আপডেট। বেশ কিছু দল বদলের খবর ইতিমধ্যে পাওয়া গিয়েছে। একই সঙ্গে রয়েছে একাধিক ফুটবলারকে রিলিজ করার খবর। ভারতীয় হোক কিংবা বিদেশি খেলোয়াড়, আগামী মরসুমে বহু ফুটবলারকে নতুন দলের জার্সিতে খেলতে দেখার সম্ভাবনা প্রবল। এরই মধ্যে দল বদলের বাজারে ভেসে উঠেছে Pablo Trigueros নামের এক বিদেশি ফুটবলারের নাম। শোনা যাচ্ছে এই ফুটবলারকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে ইন্ডিয়ান সুপার লীগে খেলা একাধিক ক্লাব।

Pablo Trigueros অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে সিনিয়র কেরিয়ারের শুরুর দিকে খেলেছিলেন। অ্যাথলেটিকো মাদ্রিদের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ অবশ্য তিনি পাননি। পাবলো খেলেছেন লাল সাদা ব্রিগেডের সি এবং বি টিমে। অ্যাথলেটিকো মাদ্রিদের সি দলের হয়ে বেশ কিছু ম্যাচে তিনি খেলেছিলেন। মাদ্রিদ পর্বের পর আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু ক্লাবের জার্সি পরেছেন তিনি।

স্পেনের এই ফুটবলার আদপে একজন ডিফেন্ডার। খেলেন সেন্ট্রাল ডিফেন্সে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী ভারতের কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসির পক্ষ থেকে তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখানো হয়েছে। যদিও এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। ফুটবলারের বয়স খুব বেশি না। বর্তমানে Pablo Trigueros এর বয়স ৩০ বছর। একাধিক বছরের জন্য তার সার্ভিস পাওয়ার সম্ভাবনা রয়েছে।