এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। বর্তমানে আপামর ফুটবলপ্রেমী মানুষের কাছে অতিপরিচিত একটি নাম। সেইসাথে দলের ভরসাযোগ্য হাত ও বলা যায়। শেষ বিশ্বকাপ এই আর্জেন্টাইন গোলরক্ষকের হাতেই আঁটকে গিয়েছিল একেরপর এক তাবড় তাবড় ফুটবলার। কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে বিশ্বকাপের ফাইনাল প্রত্যেক ক্ষেত্রেই অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই গোলরক্ষকের।
তবে এবার কলকাতায় আসছেন এই বিশ্বকাপ জয়ী তারকা। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৪ঠা জুলাই মোহনবাগান ক্লাবে আসবেন তিনি। তবে কোনো প্রীতি ম্যাচে তাকে খেলতে না দেখা গেলেও ফুটবল বিজড়িত একাধিক কর্মের সঙ্গে যুক্ত করা হবে এমি কে। তাকে দেখার জন্যই আজ মোহনবাগান তাঁবু থেকে ফ্রি টিকিট নেওয়ার জন্য ভিড় জমিয়েছিলেন বহু ফুটবলপ্রেমী মানুষ। সবার লক্ষ্য একটাবারের জন্য এই গোলরক্ষক কে সামনে থেকে দেখা।
গতকালের ঘোষণা অনুযায়ী আজ এবং আগামীকাল দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিডাব্লিউডি কাউন্টার থেকে টিকিট দেওয়ার কথা ছিল। সেইমতো একেবারে সাত সকাল থেকেই সবুজ-মেরুন তাঁবুতে উপস্থিত হয়েছিলেন বহু ফুটবলপ্রেমী মানুষ। টিকিটের চাহিদা এতটাই বেড়ে যায় যে মাত্র ২ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় সমস্ত টিকিট।
একটা সময় পরিস্থিতি সামাল দিতে মাথাপিছু ২ টি টিকিটের বদলে একটি করে টিকিট দেওয়া হলেও তাতে ও সামাল দেওয়া সম্ভব হয়নি। যারফলে আজ হতাশ হয়ে ফিরে যেতে হয় অনেক সমর্থক ও ফুটবলপ্রেমী মানুষদের। তবে এর থেকে একটা বিষয় পরিষ্কার যে আগামী ৪ঠা জুলাই এমি কে দেখতে উঁপচে পড়বে শহরের ফুটবলপ্রেমী মানুষদের ভিড়।
তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল টিকিট দেওয়ার কথা থাকলেও আজকের এই পরিস্থিতির পর আদৌ আর টিকিট দেওয়া হবে কিনা সেই নিয়ে নতুন করে কোনো কিছু জানানো হয়নি ক্লাবের তরফে। তবে এমির জন্য সাজো সাজো রব অনেক আগে থেকেই দেখা দিয়েছে সবুজ-মেরুন তাঁবুতে। ক্লাবে বসানো হয়েছে পেলে-মারাদোনা ও গ্যারি সোবার্সের নামাঙ্কিত গোট। যেটি উদ্বোধন করবেন খোঁদ এমি মার্টিনেজ। এছাড়াও বেশকিছু সদস্য সমর্থকদের হাতে ও তিনি তুলে দেবেন মেম্বারশিপ কার্ড।