East Bengal ক্লাবের সঙ্গে কথা পাকা হওয়ার আগেই চাপে পড়বে ইমামি!

ফুটবল মহলের নজরে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। কর্তাদের সঙ্গে ইমামি গোষ্ঠীর শীঘ্রই কথা পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তার আগে লাল হলুদ…

ফুটবল মহলের নজরে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। কর্তাদের সঙ্গে ইমামি গোষ্ঠীর শীঘ্রই কথা পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তার আগে লাল হলুদ কর্তারা আঁটঘাট বেঁধেই আলোচনায় বসছেন বলে ফুটবল বিশেষজ্ঞদের একাংশের ধারণা।

সম্প্রতি নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের পর নতুন পথ শুরু আভাস পেয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এক টেবিলে বসেছিলেন ইস্টবেঙ্গল এবং ইমামি গোষ্ঠীর কর্তারা। 

দুই পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়া এখনও বাকি রয়েছে। ক্লাব এবং কোম্পানির দাবি-দাওয়ার মধ্যে সামঞ্জস্য রেখে চুক্তি হবে, এমনটা আশা করছেন ময়দানের অনেকে। কিন্তু তার আগে কিছু সমীকরণ রয়েছে বলে মনে করা হচ্ছে।

বিনিয়োগকারী হিসেবে ইমামি প্রায় পাকা, এমন সময় ইস্টবেঙ্গল ক্লাবে ব্যবসায়ীদের সমাগম। ঢাকা এবং বাংলার উদ্যোগপতিদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। কেন এই উদ্যোগ সে ব্যাপারে খোলসা করেনি ক্লাব। কেউ কেউ মনে করছেন যে সম্ভাবনার সব দরজা খোলা রাখতে চাইছেন ক্লাব কর্তারা। ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক ভালো রেখে আগামী দিনের পথ মসৃণ করার জন্য এই উদ্যোগ। এছাড়াও এখনই ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় বন্ধ করতে চাইছে না ফুটবল মহল। সব মিলিয়ে সব দিক তৈরি রেখেই ইমামির সঙ্গে কথা পাকা করতে পারেন লাল হলুদ কর্তারা।