East Bengal: এই তারকা ফুটবলারের সঙ্গেও চুক্তি বাড়ানোর পথে ইস্টবেঙ্গল

গত ফুটবল মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। শুরুটা অপেক্ষাকৃত ভালো হলেও ম্যাচ এগোনোর সাথে সাথেই ক্রমশ পিছিয়ে পড়তে থাকে কলকাতার এই প্রধান।

Lalchungnunga

গত ফুটবল মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। শুরুটা অপেক্ষাকৃত ভালো হলেও ম্যাচ এগোনোর সাথে সাথেই ক্রমশ পিছিয়ে পড়তে থাকে কলকাতার এই প্রধান। তবে পারফরম্যান্সের দিক থেকে কোচ সহ দলের সকল সভ্য সমর্থকদের যথেষ্ট খুশি করেছেন নাওরেম মহেশ সিং থেকে শুরু করে ক্লেটন সিলভার মতো বিদেশি ফুটবলাররা। সেজন্য আরও একটি মরশুমের জন্য এই দুই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়িয়েছিল ইস্টবেঙ্গল।

তবে সেটা যে যথেষ্ট নয় তা ভালোই বুঝতে পারছে ইমামি ম্যানেজমেন্ট। গত হিরো আইএসএল মরশুম শেষ করার পর ইগর স্টিমাচের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন মহেশ। বলতে গেলে প্রত্যেকটা ম্যাচেই প্রায় আগুন ঝড়াচ্ছেন তিনি। বেশকিছু অনবদ্য অ্যাসিস্ট করার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম গোল ও করে ফেলেছেন এই ফুটবলার। নেপালের বিরুদ্ধে এসেছে তার সেই গোল।

নাওরেমের এই অনবদ্য পারফরম্যান্সের পরেই তাকে দলে টানতে আসরে নেমে পড়েছে পড়শি ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস থেকে শুরু করে মুম্বাই সিটি এফসির মতো একাধিক দল। যা দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন লাল-হলুদ সমর্থকরা। তাদের ভাবনা, এই মরশুমের পর আদৌ ক্লাবে থাকবেন তো নাওরেম? সেইজন্য এখন থেকেই এই তারকার সঙ্গে চুক্তি বৃদ্ধির দাবিতে অনড় হয়ে উঠেছে নেটমাধ্যম।

তবে এবার যতদূর খবর, আগত আরো কয়েকটি মরশুমের জন্য এই দাপুটে উইঙ্গারের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে তিনি একানন, এক্ষেত্রে ইস্টবেঙ্গল দলের আরেক প্রতিভাবান ফুটবলার লালচুংনুঙ্গার সঙ্গেও বাড়ানো হতে পারে চুক্তির মেয়াদ। গত মরশুমে ইমামি ইস্টবেঙ্গল থেকে লোনে শ্রীনিধি দলে খেলতে ছাড়া হয়েছিল এই তারকা ডিফেন্ডারকে। সেই চুক্তি ও শেষ হয়েছে গত ৩১ মে। তবে এবার নাকি নতূন করে এই ফুটবলারের সঙ্গে চুক্তি করতে চাইছে ইস্টবেঙ্গল।

পাশাপাশি আগত আইএসএল মরশুমের কথা মাথায় রেখে নতুন গোলরক্ষক নেওয়ার কাজ ও শুরু করেছে ক্লাব। এক্ষেত্রে কেরালা ব্লাস্টার্স দলের তারকা প্রভসুখান গিলের দিকে সবচেয়ে বেশি নজর থাকলেও বিকল্প হিসেবে দেখা হচ্ছে আরও বেশকিছু ফুটবলার কে। গতকাল ইমামি ইস্টবেঙ্গলের বোর্ড মিটিংয়ে ও সর্বাধিক আলোচিত হয়েছে দলের গোলরক্ষক সংক্রান্ত বিষয় নিয়ে। শেষ পর্যন্ত কাকে চূড়ান্ত করে ম্যানেজমেন্ট এখন সেটাই দেখার।